সিলেটে পাথরলু*ট কান্ডের মুল গড-ফাদার (গ্রে*ফ*তা*র) সাহাব উদ্দিনকে রি মা ন্ডে চায় পুলিশ

প্রকাশিত: ৪:২৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৫

সিলেটে পাথরলু*ট কান্ডের মুল গড-ফাদার (গ্রে*ফ*তা*র) সাহাব উদ্দিনকে রি মা ন্ডে চায় পুলিশ

সিলেটে পাথরলু*ট কান্ডের মুল গড-ফাদার (গ্রে*ফ*তা*র) সাহাব উদ্দিনকে রি মা ন্ডে চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক

সিলেটে আলোচিত পাথর লুটকান্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

 

রবিবার (১৫ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। তবে পরবর্তী শুনানী শেষে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন আদালত।

এর গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাহাব উদ্দিন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি। তিনি ভোলাগঞ্জ এলাকার মৃত আব্দুল বারীর ছেলে।

র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক বছরে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ সাদাপাথর উত্তোলনের ঘটনা ঘটে। গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর দেশব্যাপী ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এরপর দায়ীদের শনাক্ত ও গ্রেফতারে র‌্যাব-৯ বিশেষ গোয়েন্দা তৎপরতা চালায়। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সাহাব উদ্দিনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিঃ পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও কোতোয়ালী থানায় মোট ৭টি মামলা রয়েছে। তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, রবিবার বিকেলে সাহাব উদ্দিনকে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। পরবর্তী শুনানী শেষে রিমান্ডের ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন আদালত।

 

এর আগে ১১ আগস্ট বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে তার সব পদ স্থগিত করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল