সিলেটে পাথর উত্তোলন নিয়ে যা বললেন বিভাগীয় কমিশনার

প্রকাশিত: ৩:৫৮ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২৫

সিলেটে পাথর উত্তোলন নিয়ে যা বললেন বিভাগীয় কমিশনার

সিলেটে পাথর উত্তোলন নিয়ে যা বললেন বিভাগীয় কমিশনার

অনরািইন ডেস্ক

সিলেটের বিভাগী কমিশনার খান মো. রেজা-উন-নবী বলছেন, সিলেট কোনো বিচ্ছিন্ন কিছু নয়, দেশের একটা অংশ। সারাদেশে পাথর উত্তোলন করা গেলে সিলেটে যাবেনা কেন? এর সঙ্গে মানুষের জীবন ও জীবিকা জড়িত। সনাতন পদ্ধতিতে সিলেট থেকে পাথর উত্তোলন বন্ধ হলো কেন? এটাও একটা বড় প্রশ্ন।

তিনি বলেন, যদি আইন মেনে বালু বা পাথর উত্তোলন করা হয়, তাহলে সমস্যা কোথায়? নিশ্চয় কোনো না কোনো সমস্যা ছিল বলে বেলা রিট করেছে এবং তার প্রেক্ষিতে আদালত এমন সিদ্ধান্ত দিয়েছে। পুরো বিষয়টি আরও ভালোভাবে বুঝতে হবে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে বুঝাতে হবে।

তিনি মঙ্গলবার সন্ধ্যায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিলেটের আন্দোলনরত পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদ ও সিলেটের সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে অনুষ্টিত এক বৈঠকে এসব কথা বলেন।

ছয় দফা দাবিতে আন্দোলনরত পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ মঙ্গলবার সকাল ৬টা থেকে সিলেট জেলাজুড়ে পণ্য ও গণপরিবহনে অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি কর্মসূচি পালন করে। ৭ ঘন্টা পর দুপুর ১টার দিকে তারা কর্মসূচি স্থগিত করে জানান, বিকেলে বিভাগীয় কমিশনারের সাথে বৈঠক অনুষ্টিত হবে।

বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সাড়ে ৩ ঘন্টার এই ম্যারাথন বৈঠকে বিভাগীয় কমিশনার পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দের বক্তব্য শোনেন। শেষের দিকে তিনি তার বক্তব্যে বলেন, সিলেটের কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলনে হাজার হাজার মানুষের জীবন ও জীবিকা নির্ভর করে। আপনাদের বক্তব্য আমরা শুনলাম। আপনাদের সব বক্তব্য আমরা প্রধান উপদেষ্টার কাছে পাঠাবো। অবশ্য এই সমস্যার একটা সুরাহা হবে। সারাদেশ থেকে পাথর উত্তোলন করা গেলে সিলেট থেকেও তা হবে।

তিনি বলেন, প্রয়োজনে জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে আপনাদের উপস্থিতিতে এখানে বসে বৈঠক হবে। পাথর তুললে যেমন নদী তার গতি পথ হারায় তেমনি পাথর না তুললেও নদী তার গতিপথ হারায় বলে আমরা শুনেছি। আমরা সাধারণ কোনো মানুষের কথায় কোনো সিদ্ধান্ত নিবোনা। এ ব্যাপারে একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করে ব্যাপক স্টাডি করা হবে। এর প্রয়োজন আছে বলে আমি মনে করি।

এছাড়া তিনি বিআরটিএতে শ্রমিক হয়রানি রাস্তায় ট্রাকচালকদের পুলিশী হয়রানির বিষয়ে তিনি বলেন, অবশ্যই এসব সমস্যা সমাধান হবে।

এরপর আন্দোলনরত পরিবহন মালিক শ্রমিকরা দু’দিনের জন্য তাদের কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন। আগামী দু’দিনের মধ্যে আবার সংক্ষিপ্ত পরিসরে রাজনৈতিক নেতৃবৃন্দ ও পরিবহন মালিক শ্রমিকদের নিয়ে প্রশাসনের বৈঠক অনুষ্টিত হবে বলে জানিয়েছেন সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল