২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, মে ৪, ২০১৭
এবারের এসএসসিতে সিলেট বোর্ডে পাসের হার ৮০ দশমিক ২৬। যা গতবছরের থেকে ৪ দশমিক ৫১ শতাংশ কম। গত বছর এসএসসিতে পাসের হার ছিলো ৮৪ দশমিক ৭৭ শতাংশ।
সিলেট বোর্ডে পাসের হার কিছুটা কমলেও এবার বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। এবছর জিপিএ-৫ পেয়েছে মোট ২ হাজার ৬৬৩ জন শিক্ষার্থী। যা গতবারের তুলনায় ৩৯৭টি বেশি। গতবার জিপিএ-৫ পায় ২ হাজার ২৬৬ জন পরীক্ষার্থী। এ বছর জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ৪ হাজার ৪শ’ ৫৭ জন ছেলে ও মেয়ে ৫ হাজার ৭শ’ ৯৮ জন।
বৃহস্পতিবার (০৪ মে) সকাল ১১টায় বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের সচিব মো. মোস্তফা কামাল আহমদ।
তিনি জানান- গণিতে ফেলের কারণে এবার পরীক্ষার সার্বিক ফলাফলে পাসের হার কমেছে। এছাড়া শারীরিক শিক্ষা ও আইসিটি বিষয়েও খারাপ করেছে শিক্ষার্থীরা।
বোর্ডের অধিনে মোট সিলেটের ৪ জেলার ৮১২ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৭। এ বছর সিলেট বোর্ডে এসএসিতে ৯৪ হাজার ১৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D