সিলেটে ভোটের মাঠে বিএনপি’র ৩০ প্রার্থী,আম-জনতার কাছে জনপ্রিয় আরিফ ও লুনা !

প্রকাশিত: ৭:৪৭ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২৫

সিলেটে ভোটের মাঠে বিএনপি’র ৩০ প্রার্থী,আম-জনতার কাছে জনপ্রিয় আরিফ ও লুনা !

সিলেটে ভোটের মাঠে বিএনপি’র ৩০ প্রার্থী

ওয়েছ খছরু

 

সিলেটের ৬টি নির্বাচনী আসনে ভোটের মাঠে আটঘাট বেঁধে মাঠে নেমেছেন বিএনপি’র ৩০ প্রার্থী। নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রার্থীর সংখ্যা বাড়ছে। প্রবাস থেকে এসে অনেকেই প্রার্থিতা ঘোষণা করছেন। তবে বিএনপি’র তরফ থেকে আসন্ন নির্বাচনে একক প্রার্থীই দেয়ার চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন দলের নেতারা। এজন্য দলের তরফ থেকে প্রার্থীদের গ্রহণযোগ্যতা সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে। এক্ষেত্রে পরিচ্ছন্ন ও জনসম্পৃক্ত নেতাদের মনোনয়ন দেয়ার বিষয়টি চিন্তায় রাখা হচ্ছে।

 

সিলেট বিএনপি’র অন্যতম শক্তিশালী ঘাঁটি। দ্বিতীয় লন্ডন খ্যাত সিলেটের মানুষের কাছে বর্তমানে উন্নয়ন চাহিদা বড় ফ্যাক্টর। বিগত আওয়ামী লীগ শাসনামলে সিলেট দেশের অন্যান্য এলাকার চেয়ে পিছিয়ে ছিল। সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমানের জমানায় সিলেটে মানুষ না চাইতে অনেক উন্নয়ন পেয়েছিলেন। এরপর দাবি তুলেও তারা কাঙ্ক্ষিত উন্নয়ন পাননি। ফলে ভোটারের কাছে উন্নয়ন চিন্তাই এখন বড় চিন্তা। এজন্য বিএনপি’র কাছে যোগ্য প্রার্থীর প্রত্যাশা তাদের। সিলেট-১ আসনটি হচ্ছে মর্যাদার আসন। মিথ আছে- এ আসনে যে দলের প্রার্থী জয়ী হন সে দলই সরকার গঠন করে। বিগত কয়েকটি নির্বাচন থেকে এ মিথটি আরও শক্তিশালী হয়েছে। বিগত কয়েকটি নির্বাচনে এ আসন থেকে ভিভিআইপিরা নির্বাচিত হয়ে আসছেন। এবারো এর ব্যতিক্রমী হবে না বলে মনে করছেন বিএনপি’র কর্মী সমর্থকরা। এ আসনে ২০১৮ সালে বিএনপি’র প্রার্থী হয়েছিলেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। ওই নির্বাচনে মাত্র দুই ঘণ্টায় তিনি দেড় লাখের কাছাকাছি ভোট পেয়েছিলেন। পরে নানা দমন-পীড়নের কারণে তাকে ভোটের মাঠ ছাড়তে হয়েছিল। ‘রাতের ভোটের’ বিচার জনগণের কাছে দিয়ে তিনি ভোটের মাঠ ছেড়ে দেন। খন্দকার মুক্তাদির মনোনয়নপ্রাপ্তির দিক থেকে অনেক এগিয়ে রয়েছেন। এবার ভোটের মাঠে তার জনসম্পৃক্ততার বিষয়টি আরও বেশি স্পষ্ট হয়েছে। বিতর্কহীনভাবে তার নেতৃত্বেই চলছে সিলেট বিএনপি।

এ বিষয়টিকে পরখ করে ভোটাররা হেলে পড়ছেন তার দিকেও। নতুন করে এ আসনে আলোচনায় এসেছেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি নির্বাচনের ‘ইজাজত’ নিতে গত এক মাস ধরে ভোটারদের কাছে যাচ্ছেন। তবে, এখনো ভোটের মাঠে তার গতি কম। সিলেট-২ আসনটি হচ্ছে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর আসন। তার গুমের পর এ আসনে বিএনপি’র হাল ধরেছিলেন তার স্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা বেগম তাহসিনা রুশদীর লুনা। একদিকে স্বামীর সন্ধান দাবি, অন্যদিকে নিজ আসনে দলকে আগলে রাখার মতো কঠিন কাজ করে চলেছেন লুনা। ইলিয়াস আলীর এ আসনে লুনা নিজেই শক্তিশালী অবস্থান গড়ে তুলেছেন। এ আসনে মনোনয়ন পেলে লুনার জয় সময়ের ব্যাপার হবে বলে মনে করছেন এ আসনের ভোটাররা। এ ছাড়া আসনে ইলিয়াসপুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবিরও ভোটের মাঠে রয়েছেন। ইতিমধ্যে সুধীজনের ব্যানারে হুমায়ূন কবির বিশ্বনাথ ও ওসমানীনগরে সমাবেশ করেছেন।

সিলেট-৩ আসনে এ পর্যন্ত বিএনপি’র ৫ জন প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। এর মধ্যে রয়েছেন, দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এমএ মালেক, বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এমএ সালাম, সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ও নগর বিএনপি’র সহ-সভাপতি ও এমএম হকপুত্র ব্যারিস্টার রিয়াসাদ আজিম। এ আসনে সব প্রার্থীই ভোটের মাঠে সরব রয়েছেন। তাদের ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। সিলেট-৪ আসনেও বিএনপি’র ৫ জন প্রার্থী ভোটের মাঠে প্রচারণায় ব্যস্ত রয়েছেন। এর মধ্যে রয়েছেন, দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপি’র উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হেকিম চৌধুরী, জেলা বিএনপি’র উপদেষ্টা হেলাল উদ্দিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কামরুজ্জামান সেলিম ও প্রবাসী বিএনপি নেতা আব্দুল হক। এ আসনে সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী প্রার্থী হচ্ছেন- এমন গুঞ্জন ছিল। কিন্তু তিনি পিছুটান নেয়ায় এ আসনে ভোটের মাঠে নামেন দলের কেন্দ্রীয় নেতা মিফতাহ সিদ্দিকী।

ইতিমধ্যে মিফতাহ আসনের ভোটের মাঠ জমিয়ে তুলেছেন। তার পক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা একাট্টা হচ্ছেন। ইতিমধ্যে ভোটার পর্যায়েও তিন উপজেলা গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জে তার নাম ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। মিফতাহ এরই মধ্যে কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরে ৩১ দফার সমর্থনে সমাবেশ করে ভোটারদের নজর কেড়েছেন। এ আসনে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন ‘মুরুব্বি’ বলে খ্যাত সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হেকিম চৌধুরী। তিনি প্রতিদিনই ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এ ছাড়া জেলা বিএনপি’র উপদেষ্টা হেলাল উদ্দিনও ভোটের মাঠে নজর কাড়ার চেষ্টা করছেন। সিলেট-৫ আসনে ৬ জন প্রার্থী রয়েছেন মাঠে। তবে এগিয়ে রয়েছেন জেলা বিএনপি’র সহ-সভাপতি মামনুর রশীদ চাকসু মামুন। তিনি জনসম্পৃক্ত দাবি নিয়ে এলাকায় সোচ্চার হয়েছেন। সিলেট বুরহানউদ্দিন সড়কের শতকোটি টাকার উন্নয়ন কাজের প্রকল্প নিয়ে তিনি মন্ত্রণালয় পর্যন্ত দৌড়ঝাঁপ করছেন।

উদীয়মান নেতা হিসেবে তুমুল আলোচনায় রয়েছেন জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু। জকিগঞ্জে তার একাধিক অনুষ্ঠান ভোটারের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিএনপি’র যুবদল ও ছাত্রদলের বড় অংশের নেতারা পাপলুর পক্ষে মাঠে সক্রিয় রয়েছেন। ভোটের মাঠে আলোচনায় রয়েছেন জেলা বিএনপি’র উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী, হারিছকন্যা সামিরা তানজিন চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত বিএনপি’র সভাপতি জাকির হোসেন ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সহ-সভাপতি শরিফ লস্কর। সিলেট-৬ আসনে বিএনপি’র প্রার্থীর সংখ্যা বেশি। ইতিমধ্যে ৯ জন প্রার্থীর নাম ভোটের মাঠে শোনা যাচ্ছে। তবে এবার নতুন করে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী। তাকে ঘিরে ভোটারদের মধ্যে নতুন করে আগ্রহ দেখা দিয়েছে। তৃণমূলে গ্রহণযোগ্যতায় আলোচনায় রয়েছে জেলা বিএনপি’র সাবেক সভাপতি আবুল কাহের শামীম। তিনি প্রতিদিনই তৃণমূলে সমাবেশ করে চলেছেন। এতে লোকসমাগমও হচ্ছে।

সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীকেও নিয়ে আলোচনা কম হচ্ছে না। তৃণমূল পর্যায়েও নেতাকর্মীদের কাছে রয়েছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা। গত মাসে তিনি যুক্তরাজ্য সফল করে এসে ভোটের মাঠে গতি বাড়িয়েছেন। ২০১৮ সালের নির্বাচনে প্রার্থী হয়েছিলেন জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী। এবার মনোনয়ন প্রত্যাশায় তিনিও মাঠ চষে বেড়াচ্ছেন। এ ছাড়া বিএনপি’র চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স এডভাইজরি কমিটির সদস্য অহিদ আহমদ, জেলা বিএনপি নেতা তামিম এহিয়া, যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সভাপতি কমরউদ্দিন কন্যা সাবিনা খান, সাবেক এমপি মকবুল হোসেন লেচু মিয়ার কন্যা সৈয়দা আদিবা হোসেন ও জাসাসের কেন্দ্রীয় নেতা, চিত্রনায়ক হেলাল খানও মাঠে রয়েছেন।

মানবজমিন

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল