সিলেটে যুব রেড ক্রিসেন্ট টিম গঠন করে জীবানুনাশক স্প্রে করছেন

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

সিলেটে যুব রেড ক্রিসেন্ট টিম গঠন করে জীবানুনাশক স্প্রে করছেন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট  সোসাইটির ৭ হাজার প্রশিক্ষিত সেচ্ছাসেবক  কভিড-১৯ নিয়ন্ত্রণে  দিন রাত কাজ করেছে,  তারই ধারাবাহিকতায়  প্রতিদিন  হাসপাতাল ও জন গুরুত্বপূর্ণ স্থানে  জীবানুনাশক স্প্রে করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট।

ইতিমধ্যে  সাবেক যুব প্রধান নাজিম খান কে সমন্বয়ক করে ও বর্তমান যুব প্রধান সাহানুর চৌধুরী সাথী কে উপ সমন্নয়ক করে এওয়্যারনেস কমিটি  করা হয়েছে

৭ জন যুব সদস্য এর একটি স্প্রে টিম 25/3/20 থেকে প্রতিদিন জীবানুনাশক স্প্রে করছে সরকারি সব হাসপাতাল,  মসজিদ-মন্দির ও জন গুরুত্বপূর্ণ স্থানে, এই ধারাবাহিকতায় আজকে সিলেট ওসমান মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে (করোনা আইসোলেশন সেন্টার), গ্রামীন ফোন সেন্টারে জীবানুনাশক স্প্রে করে। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল