সিলেটে র‌্যাবের জালে ডৌবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪

সিলেটে র‌্যাবের জালে ডৌবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান

দিনকাল ডেস্ক:

সিলেটের গোয়াইনঘাট থানার ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক, সাবেক সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এম নিজাম উদ্দিনকে (৩৩) গ্রেফতরা করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ১ টায় সিলেট এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতার নিজাম উদ্দিন সিলেটের গোয়াইঘাটের মৃত নুর মিয়ার ছেলে।

র‌্যাব-৯ সূত্রে জানা গেছে, গ্রেফতার নিজাম উদ্দিনের বিরুদ্ধে এসএমপি কোতয়ালী মডেল থানার মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল