সিলেটে হোম ভেন্যুর দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে শেখ রাসেল

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৯

সিলেটে হোম ভেন্যুর দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে শেখ রাসেল

সিলেট সংবাদ :: নিজেদের হোম ভেন্যু দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনী লিমিটেড বিপক্ষে মাঠে নামছে শেখ রাসেল ক্রীড়া চক্র। সিলেট জেলা স্টেডিয়ামে সন্ধ্যে সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি ।

পয়েন্ট টেবিলে বেশ ভালো অবস্থানে রয়েছে স্বাগতিক দলটি। চার ম্যাচ খেলে শেখ রাসের ৩ জয়ের সাথে রয়েছে এক ড্র ।অন্য দিকে ৫ ম্যাচ খেলে মাত্র ২ জয়ের সাথে দুই ড্র ও এক হার রয়েছে চট্টগ্রাম আবাহনী লিমিটেডের । এর আগে ৪ ফেব্রুয়ারি নিজেদের হোম ভেন্যুর প্রথম ম্যাচে শেখ রাসেল ৩-০ গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারায়।

প্রথম ফেইজে সিলেটে ৫টি ম্যাচ খেলার কথা রয়েছে শেখ রাসেলের। আজকের ম্যাচের পর বাকি থাকবে আর ৩টি ম্যাচ। আগামী ২২ ফেব্রুয়ারি ঢাকা আবাহনী লিমিটেড এর বিপক্ষে, ২৮ ফেব্রুয়ারি নফেল স্পোর্টিং ক্লাবের এবং ৭ এপ্রিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপেক্ষ মাঠে নামবে শেখ রাসেল ক্রীড়া চক্র।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল