সিলেট ক্যাডেট কলেজে গাইবেন মিতালী মুখার্জি

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯

সিলেট ক্যাডেট কলেজে গাইবেন মিতালী মুখার্জি

বিনোদন ডেস্কঃঃ  সিলেট ক্যাডেট কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে গাইতে ঢাকায় এসেছেন ভারতের প্রখ্যাত সঙ্গীতশিল্পী মিতালী মুখার্জি।

তিন দিনব্যাপী এ আনন্দ উৎসবের দ্বিতীয় দিনে সঙ্গীত পরিবেশন করবেন মিতালী। অনুষ্ঠান উপলক্ষে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে ক্যাডেটদের উদ্দেশে এক ভিডিও বার্তা পাঠিয়েছেন মিতালী মুখার্জি।

তিনি বলেন, ‘ওকাসের মিলন উৎসবে আমিও যোগ দিতে মুম্বাই থেকে আসব। আমার সব গানের ডালি নিয়েই ক্যাডেটদের মধ্যে উপস্থিত হব। নিশ্চয়ই এবারের মিলনমেলা সিলেট ক্যাডেট কলেজের সাবেক ক্যাডেটদের জন্য এক অবিস্মরণীয় মিলনমেলা হবে।’

কাজল/১৮/১২/২০১৯