সিলেট খাসদবীর এলাকায় পঞ্চায়েত কমিটির পুনর্গঠন

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০

সিলেট খাসদবীর এলাকায় পঞ্চায়েত কমিটির পুনর্গঠন

 সিলেটের বৃহত্তর খাসদবীর এলাকাবাসীর পঞ্চায়েত কমিটি পুনঃগঠন করা হয়েছে। গত ০৪ জুলাই শনিবার পঞ্চায়েত কমিটির সভাপতি প্রবীণ মুরুব্বি ইস্রাইল মিয়ার বাসভবনে এলাকার সর্বস্তরের জনসাধারণের অংশ গ্রহণে সামাজিক দূরত্ব বজায় রেখে এলাকার সার্বিক বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী ইস্রাইল মিয়াকে পুনরায় সভাপতি এবং বিশিষ্ট শালিসি ব্যক্তিত্ব হুমায়ুন আহমেদ মাসুক কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

নতুন কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ মাসুক বলেন, আমারা আগামী দুই সপ্তাহ খাসদবীর এলাকার প্রতিটি গলিতে সবার সাথে আলাদা আলাদা বসে সেখান থেকে যোগ্য ব্যক্তিদের নিয়ে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

এদিকে পঞ্চায়েত কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ মাসুক তার ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম ফেইসবুক এ বৃহত্তর খাসদবীর এলাকা বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমাকে এই গুরুদায়িত্ব অর্পণ করায় প্রিয় খাসদবীর এলাকাবাসীর কাছে ব্যাক্তিগত ও সভাপতি মহোদয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

অতীতের ন্যায় আগামীতেও যেনো আমার জন্মমাটি প্রিয় খাসদবীর এলাকার মাটি ও মানুষের জন্য কাজ করে যেতে পারি।এব্যাপারে অতীতের মত সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।খাসদবীর এলাকাবাসী এবং যারা বিদেশে অবস্থানরত আছেন সবার সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

সর্বোপরি সারা বিশ্বের মানুষকে যেনো মহান আল্লাহ তায়ালা উনার দয়ার গুণে করোনা মহামারী সহ সব ধরনের রোগ-বালা,মুসিবত থেকে হেফাজত রাখেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল