সিলেট গড়তে সবার সহযোগিতা চাইলেন জেলা প্রশাসক

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৫

সিলেট গড়তে সবার সহযোগিতা চাইলেন জেলা প্রশাসক

সিলেট গড়তে সবার সহযোগিতা চাইলেন জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক: সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক একটি সুন্দর ও পরিবেশবান্ধব সিলেট গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

মতবিনিময়ে বিএনপির উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ আহমেদ চৌধুরী, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমীর মো: ফখরুল ইসলাম, জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন, বিএনপি নেতা আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিকে একই স্থানে সোমবার জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক সারওয়ার আলম। এসময় তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন সরকারের প্রতিটি দপ্তর একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। কোনো একটি দপ্তরের সেবায় বিঘœ ঘটলে তা সামগ্রিক সিস্টেমে প্রভাব ফেলে। কাজেই সরকারের প্রতিটি দপ্তরকে একতাবদ্ধ হয়ে একসূত্রে কাজ করতে হবে। সবাই মিলেই একটি সুন্দর ও পরিবেশবান্ধব সিলেট গড়ে তুলতে হবে। মতবিনিময়ে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিনসহ সিলেট জেলার বিভিন্ন সরকারি দপ্তরসমূহের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল