১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জুন ৭, ২০২৩
আয়কর রিটার্ন প্রস্তুতকারী বিধিমালা টিআরপি ২০২৩ বাতিলের দাবিতে
সিলেট জেলা কর আইনজীবী
সমিতির মানববন্ধন অনুষ্ঠিত (ভিডিও)
সংবাদ বিজ্ঞপ্তি
প্রস্তাবিত আয়কর রিটার্ন প্রস্তুতকারী বিধিমালা টিআরপি ২০২৩ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে সিলেট জেলা কর আইনজীবী সমিতি।
বুধবার (৭ জুন) দুপুর ১২টায় সিলেট জেলা কর আইনজীবী সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ের সামনের সড়কে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এডভেকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠান।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মো. আজিজুর রহমান এর যৌথ সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সাবেক সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, এডভোকেট মো. আবুল ফজল, মো. শফিকুর রহমান, সিরাজুল হোসেন আহমদ, সমর বিজয় সী শেখর, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খোকন, এডভোকেট সজল কুমার রায়, সাবেক যুগ্ম সাম্পাদক এডভোকেট সুব্রত কুমার রায়, সমাজ কল্যাণ সম্পাদক মো. মাজহারুল হক, পাঠাগার সম্পাদক সৈয়দ আব্দুল হামিদ রিপন, কোষাধ্যক্ষ কাওছার মাহমুদ চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য আতাউর রহমান সেগুল, হাছনু চৌধুরী, কাজী আরিফুল হাসান, মিন্টু চন্দ্র রায় অনুপব্রত, মো. বাহা উদ্দিন বাহার, মো. কামাল আহমদ, ইফতিয়াক হোসেন মনজু, মো. মওদুদ আহমদ, আসাদুর রহমান তারেক, এ এস এম মুবিনুল হক শাহীন, জাহানজেব জিন্নাহ, মখলিছুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান বাজেটে সরকারের সরলতার সুযোগ নিয়ে এস আর ও নং ১৬৮ আইন/আয়কর/২০২৩, টেক্স রিটার্ন প্রপার টিআরপি ২০২৩ প্রকাশ হয়েছে। এই আইনটি বাস্তবায়িত হলে কতিপয় অসাধু মধ্যস্বত্ত্বভোগীদের একটি শক্তিশালী সিন্ডিকেট তৈরি হবে এবং সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রায় প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। বক্তারা এই কালো বিধিমালা অবিলম্বে বাতিল করে অংশীজনদের সাথে আলোচনা করে কর বান্ধব আইন তৈরি করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D