সিলেট জেলা মৎস্যজীবী লীগের জরুরী বর্ধিত সভা

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০

সিলেট জেলা মৎস্যজীবী লীগের জরুরী বর্ধিত সভা

সিলেট জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের নবগঠিত সম্মেলন প্রস্তুতি কমিটিকে প্রত্যাখান করেছেন সংগঠনের বর্তমান সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ। ২৯ ফেব্রুয়ারী বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাইদুর রহমান, কার্যকরী সভাপতি মো. সাইফুল ইসলাম মানিক ও সম্পাদক লায়ন শেখ আজগর লষ্কর স্বাক্ষরিত এক পত্রে বর্তমান কমিটিকে বিলুপ্ত করে অমৎস্যজীবী এম.এম নবী কে আহবায়ক ও মৃদুল কান্তি দাসকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট এই সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষনা করা হয়েছিল।

মৎস্যজীবী লীগ নেতৃবৃন্দ জানান, ‘বিষয়টি তারা সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দকে অবগত করেছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান বলেছেন- সিলেট জেলার অধিবাসী এবং মৎস্যজীবী ছাড়া কাউকে দিয়ে সিলেট জেলা মৎস্যজীবী লীগের কোন কমিটি গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন- প্রকৃত মৎস্যজীবীদের বিত করে সিলেটে কোন কমিটি হবে না। সিলেটের প্রকৃত মৎস্যজীবীরা কমিটিতে স্থান পাবেন।

নতুন কমিটি বাতিল এবং প্রকৃত মৎস্যজীবীদের কমিটিতে অর্ন্তভুক্ত করার দাবিতে সংগঠনের উদ্যোগে এক জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মৎস্যজীবী লীগের ১৩ উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। সভায় নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, সিলেটের প্রকৃত মৎস্যজীবী নেতৃবৃন্দকে পাশ কাটিয়ে অন্য পেশার লোকজনকে দিয়ে সিলেট জেলা মৎস্যজীবীদের লীগের আহবায়ক কমিটি ঘোষনায় প্রকৃত মৎস্যজীবীরা মর্মাহত ও বিক্ষুদ্ধ। তারা অবিলম্বে ঘোষিত বিতর্কিত এই কমিটি বাতিল করে সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে গ্রহণযোগ্য একটি কমিটি ঘোষনার দাবি জানান। অন্যথায় সিলেটের সকল মৎস্যজীবীদের নিয়ে পরবর্তী কর্মসূচির মাধ্যমে দাবি দাওয়া আদায় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সভায় সিলেট জেলা ও মহানগরের প্রকৃত মৎস্যজীবীদের নিয়ে একটি সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সিলেট জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক সুসেন্দ্র চন্দ্র নম: খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, ইসমাইল আলী, এনায়েত হোসেন, সংগঠনের জৈন্তাপুর শাখার সভাপতি মো: মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক বিজয় বিশ্বাস, গোয়াইনঘাট শাখার সভাপতি বশির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন, গোলাপগঞ্জ শাখার সভাপতি মো: নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল আলী, সিলেট সদর শাখার সভাপতি গৌরাঙ্গ সরকার, সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির, জকিগঞ্জ শাখার সভাপতি হাজী মহরম আলী, সাধারণ সম্পাদক রাতুল বিশ্বাস, কানাইঘাট শাখার সভাপতি আব্দুল খালিক, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, বালাগঞ্জ শাখার সভাপতি আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিয়ানীবাজার শাখার সভাপতি হাজী নুরুল হক, সাধারণ সম্পাদক মো: জিলা মিয়া, দক্ষিণ সুরমা শাখার সভাপতি সেলিম আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, ফেঞ্চুগঞ্জ শাখার সভাপতি জমিরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক হাজী আব্দুস সামাদ, মো. সোহেল মিয়া, প্রকাশ চন্দ্র সরকার, আমিনুর রহমান, নুর উদ্দিন, আবুল কালাম, আছকির আহমদ, বাদশা মিয়া, জয়নাল আহমদ, শাহিল আহমদ, হাজী আব্দুস সামাদ, ফয়ছল মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল