২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, জুন ৩, ২০১৯
সিলেটের দিনকাল:: সিলেটের প্রাচীন ও বৃহত্তম কারিগরী শিক্ষার বিদ্যাপীঠ সিলেট সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের শ্রদ্ধাভাজন শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীদের পবিত্র ঈদুল ফিতররে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ৪বছর মেয়াদি কোর্সের সিভিল ও কম্পিউটার বিভাগের ৪র্থ পর্বের ২০১৭-২০১৮ইং সেশনের শিক্ষার্থীরা।
তারা এক শুভেচ্ছা বার্তায়, সিলেট সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো: ছাইদুর রহমান, সিভিল বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো: আব্দুল হালিম, সিভিল বিভাগের জুনিয়র ইন্স: জনাব মো: রফিকুল ইসলাম, সিভিল বিভাগের ট্রেড ইন্স: প্রদীপ কুমার রায়, সিভিল বিভাগের অতিথি শিক্ষক জনাবা সাদিয়া রহমান, জনাব মো: শরিফ উদ্দীন, কম্পিউটার বিভাগের বিভাগীয় প্রধান আব্দুর রউফ, কম্পিউটার বিভাগের অতিথি শিক্ষিকা জনাবা সোনিয়া আফরোজ এবং জনাবা জুহা আক্তার সহ প্রতিষ্ঠানের সকল বিভাগের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীদের পবিত্র ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
সিভিল বিভাগের শুভেচ্ছা জ্ঞাপনকারীরা হলেন-বিপ্লব চন্দ্র দেব, কাওছার,রাহুল, দীপ্ত লোধ জয়, সৌরভ আকন্দ, কাজল, সায়েম, শাওন(১), এনায়েত, মেহেদী, তানভীর ,পাবেল, আবু সালেহ, মিসবাহ, সুয়েব, তানভীর, শাওন(২), ফেরদৌস , ইয়াকুব , জাকারিয়া , হাসিব , স্বরুপ , পল্লব , হাকিম, অপু , মিনহাজ , সুজন , জাফর , শরিফ , আনহার , বিদ্যুৎ , জাহিদ, ইব্রাহিম, শরিফুল, ছয়ফুল, রেজা, রাহি, তমাল , জুবায়ের, জুনেদ, ইমন, লায়েক, বদরুল, মিজান, অনিক, রুমেল, বিপুল, মো ইসলাম উদ্দিন, রায়হান, শাহিনা প্রমুখ।
কম্পিউটার বিভাগের শুভেচ্ছা জ্ঞাপনকারীরা হলেন-সৈয়দ মোস্তাকিম উজ্জামান, আব্দুল্লাহ আল মামুন আনিক,হৃদয় খন্দকার, ইমা,সাকিব,সুফিয়ান,সাব্বির,মিলন,খাইরুল,লিমন,রিমন,ফরিদ,প্রমিস,দিপু,সাকিয়া, প্রমি,হুসনা, প্রিয়া, মুহিদ, সায়েম,সালাউদ্দিন, রাহিন প্রমুখ।
সিডি/৩ জুন ১৯/পিআর /বিপ্লব-১
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D