সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দকে জেলা ও মহানগর যুবদলের অভিনন্দন

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯

সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দকে জেলা ও মহানগর যুবদলের অভিনন্দন

সিলেটে কর্মরত সাংবাদিকদের অভিভাবক সংগঠন ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক ‘সিলেট প্রেসক্লাব‘র দ্বি-বার্ষিক নির্বাচন বিজয়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের বিএনপি।
রবিবার এক বিবৃতিতে সিলেট মহানগর যুবদলের আহবায়ক নজীবুর রহমান নজীব, জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক ও জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ নির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সিলেট প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি ইকবাল সিদ্দিকী, সহ-সভাপতি এম এ হান্নান ও আব্দুল কাদের তাপাদার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মু. রেনু, সহ-সাধারণ সম্পাদক আহমাদ সেলিম, কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মারুফ আহমদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, সদস্য আশকার আমিন লস্কর রাব্বি, এম আহমদ আলী ও আব্দুর রাজ্জাক কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আমরা বিশ্বাস করি আপনাদের সঠিক নেতৃত্বের মধ্যে দিয়ে বৃহত্তর সিলেটে সংবাদিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে। সাংবাদিক সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় এই নেতৃত্ব অগ্রনী ভুমিকা পালন করবেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল