প্রেসবিটারিয়ান সিনডের অবৈধ কর্মকর্তাদের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৯

প্রেসবিটারিয়ান সিনডের অবৈধ কর্মকর্তাদের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

সিলেট প্রেসবিটারিয়ান সিনডের অবৈধ কর্মকর্তাদের দুর্নীতির প্রতিবাদে ও অপসারনের দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (৬ আগষ্ট) সকাল ১১ টায় মৌলভীবাজার – হবিগঞ্জ প্রেসবিটারি এর উদ্যোগে প্রেসক্লাব চত্বরে উক্ত মানববন্ধন অনুষ্টিত হয়।

মৌলভীবাজার প্রেসবিটারির সভাপতি রেভা স্বপন হেমব্রমের সভাপতিত্বে ও সোনিয়া মান্নান এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, এডভোকেট ডাডলী ডেরিক প্রেন্টিস,হবিগঞ্জ- মৌলভীবাজার প্রেসবিটারির সাধারন সম্পাদক ডিকন শনু বিশ্বাস, মৌলভীবাজারের প্রেসবিটার রেভা সাইমন সরকার পালক হাবি, রেভা সখবিয় কট পালক চম্পা, রন্ঞ্জন পাত্র, রেভা বি,বি,প্রেন্টিস,মি:আর্নেস্ট অরুন, নরেশ বিশ্বাস প্রমুখ।

এসময় বক্তারা প্রেসবিটারিয়ান সিনডের অবৈধ কর্মকর্তাদের অপসারন এবং সিনডের জমি বিক্রি বন্ধ করাসহ বিগত ১০ বছরের সিনড টাস্ট্রের হিসাব দেখানোর জন্য আহবান করেন।

 রাসেল আহমদ (মৌলভীবাজার প্রতিনিধি)