১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০
সিলেটের দিনকাল ডেস্ক:
প্রথম আলো বন্ধুসভা সিলেটের কার্যকরী কমিটি ২০২০ ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে তামান্না ইসলামকে সভাপতি ও সৌরজিৎ রায়কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট কমিটির ঘোষণা করা হয়। শুক্রবার (৩ ডিসেম্বর) বেলা ৪টায় প্রথম আলো বন্ধুসভার কক্ষে এ কমিটি ঘোষণা করেন প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশ। কমিটি ঘোষণা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ গ্রহণের মাধ্যমে তাদের নিজ নিজ দায়িত্ব বুঝে নেন।
কমিটির অন্যান্য পদধারীরা হলেন- সহসভাপতি সাকিব আহমেদ মিঠু ও বাবর আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মেহরীন ফাতেমা চৌধুরী ঝুমু ও বদরুজ্জামান চৌধুরী পাপ্পু, সাংগঠনিক সম্পাদক শাফায়েত হোসেন, উপ-সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া হোসেন, অর্থ সম্পাদক অন্তর শ্যাম, অনুষ্ঠান সম্পাদক পুষ্পিতা চৌধুরী, যোগাযোগ সম্পাদক লাবাহ্ সুন্নাহ রহমান, প্রচার সম্পাদক হিমাদ্রি শর্মা, নারী বিষয়ক সম্পাদক খালেদা আক্তার, পাঠচক্র সম্পাদক হুমাইরা জাকিয়া পুতুল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সৌরভ চন্দ্র দাস, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মিহরাব আহমেদ চৌধুরী, সাহিত্য সম্পাদক রাহিদুজ্জামান রাজীব, ক্রীড়া সম্পাদক শিব্বির আহমদ নাছিম, দপ্তর সম্পাদক শতরূপা ভট্টাচার্য স্তুতি, সমাজকল্যাণ সম্পাদক দৃষ্টি রাণী বর্মণ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক সুশীল মৈতৈ, পরিবেশ সম্পাদক অসীম চন্দ্র দাস, মানবসম্পদ বিষয়ক সম্পাদক মৌমিতা আইচ, পাঠাগার সম্পাদক তন্বী সূত্রধর, প্রশিক্ষণ সম্পাদক অনিক চন্দ্র পাল।
কার্যকরী সদস্য পদে আছেন দেবাশীষ রনি, জাহাঙ্গীর আলম শিমুল, রণবীর চৌধুরী রাহুল, রায়হান আহমেদ, সাবাহ্ সুন্নাহ রহমান, মনিরা আফরিন বন্যা, বিশ্বজিৎ নারায়ণ, রেজওয়ানুল করিম মুন্না, অভিজিৎ বৈষ্ণব, কালিম আহমেদ চৌধুরী, মাহফুজ আহমেদ ময়েজ, রাহুল রাজ নাথ, আবু সাঈদ, জুবায়ের সাদিক, গায়ত্রী রাণী বর্মণ।
এ কমিটির উপদেষ্টা মণ্ডলীরা হলেন, কবি তুষার কর, কবি শুভেন্দু ইমাম, অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী, প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশ ও সাংবাদিক শাকিলা ববি।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D