সিলেট বেতার তরঙ্গ

প্রকাশিত: ৯:২৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৫

সিলেট বেতার তরঙ্গ

সিলেট বেতার তরঙ্গ

হেলাল নিঝর

 

‘মুক্তিযুদ্ধের চেতনা’ ব্যবসার যবনিকাপাত ঘটলেও অপ্রত্যাশিতভাবে এখন শুরু হয়েছে ‘জুলাই চেতনা’ ব্যবসা! একটা ইয়েসকার্ড থাকলে এখন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন অনেকেই। ডিসি এসপি’র টেবিলে যাওয়া আসা বেড়েছে সুযোগ সন্ধানীদের।
আমি আজকে ফোকাস করতে চাই সরকারী গণমাধ্যম সিলেট বেতারের বিষয়টি। সেই আগের মতোই! লাইনটাইন থাকলে বেশ ঘনঘন যাওয়া আসা যায় সিলেট বেতারেও। সকাল-বিকাল-দুপুর-রাতে! ভাই-ব্রাদার, মামা-খালা থাকা আসলেই ভাগ্যের ব্যাপার। অভাগাদের এসব থাকেনা। থাকতে নেই। বেতারে সম্মানীর পরিমাণ এখন কত হয়েছে জানিনা। ৯০ দশকের শুরুর দিকে ৭৫ টাকা সম্মানীর কথা স্পষ্ট মনে পড়ে।
জুলাই বিপ্লবের পর বেতার এখন জুলাইযোদ্ধাদের। বেতারে নতুন অভ্যাগত সকল জুলাইযোদ্ধার গত ১৫ বছরের যুদ্ধ অভিজ্ঞতা কিম্বা মূল্যবান পোর্টফলিও জানতে পারলে শান্তনা পেতাম।
মাত্র একটা বছর আগেই না বৈষম্যবিরোধী কোটাপ্রথার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এ লড়াই গিয়ে ঠেকেছিলো একদফায়। রান্না করা খাবার পাতে রেখেই দূর্দন্ড প্রতাপে ১৫ বছর ধরে দেশশাসন করা লৌহমানবী হাসিনাকে পালিয়ে যেতে হয়েছিল ৬৮ হাজার বর্গমাইল সীমানার একদম বাইরে। আমরা না আসলে নগদ নারায়ন দলের ত্যাগী কর্মীবাহিনী।
আমাদের (ধোসর, দোসর, ধূসর! কোনটা যেন ঠিক, জানিনা) তাই এখন আর ডাক পড়েনা। ডাক পড়লেও যাবো কিনা জানিনা। তাছাড়া বয়সওতো কম হয়নি। সেই ৯১ সালে মাঝেমধ্যে ডাক পেতাম। অবশ্য বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ ফয়জুর রহমান ভাই এর তাতে কৃতিত্ব ছিল। আঞ্চলিক পরিচালক তা. ম আসাদুজ্জামান ও সহকারী আঞ্চলিক পরিচালক আশীষ চৌধুরীর সময়ের কথা বলছিলাম আরকি!

ফেসবুকে সিলেটের দিনকাল