বাংলাদেশেও করোনার সংক্রমণ ও করোনা আক্রান্ত মানুষের সংখ্যা দিনকে দিন বাড়ছে।
বাংলাদেশে করোনার সংক্রমণ বাড়ায় সবচেয়ে বেশি সমস্যায় আছেন প্রান্তিক, দিনমজুরসহ খেটে খাওয়া মানুষেরা। কাজ না থাকায় খাদ্যের অভাবে তারা অনেক কষ্টে দিন পার করছেন। এই সময়ে সিলেট নগরীর ৬ নং ওয়ার্ড চৌকিদেখি এলাকায় বিভিন্ন কলোনিতে অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্যদ্রব্য বিতরণ করেছে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দ্যোগে গড়ে উঠা সামাজিক সংগঠন “আলোড়ন”।
আজ ২২ মে (শুক্রবার ) “আলোড়ন” চৌকিদেখি ও বিভিন্ন এলাকায় ৬৫টি দরিদ্র অসহায় পরিবারের মধ্যে চাল, তেল, পেঁয়াজ, আলু, লাচ্ছি সেমাই, ময়দা, দুধ, চিনি ইত্যাদি নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করে।
“আলোড়ন” এর সদস্যদের সাথে কথা বলে জানা যায়, মেট্রোপলিটন ইউনিভার্সিটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, সহযোগিতা এবং বিভিন্ন শুভানুধ্যায়ীদের সহযোগিতায় তৃতীয় বারের মতো আজকে তারা ৬৫টি পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করেছেন এবং আগামীকালও তারা আরো কিছু পরিবারকে সহযোগিতা করবেন। এছাড়াও আগামী সপ্তাহগুলোতেও তারা আরো সহযোগিতা করার পরিকল্পনা করেছেন। এসময় তারা সমাজের বিত্তশালী মানুষ ও বিভিন্ন সংগঠনকে এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।