১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২১
নিজস্ব প্রতিবেদক ::
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশসহ আরও কয়েকটি দেশকে লাল তালিকাভুক্ত করে এসব দেশের নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধজ্ঞা আরোপ করা হয়েছে। আগামী ৯ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
এই নিষেধাজ্ঞার ফলে সিলেটে আসা যুক্তরাজ্য প্রবাসী ও পর্যটক এবং যুক্তরাজ্যে গমনেচ্ছু বাংলাদেশি শিক্ষার্থীসহ অন্যান্যরা পড়তে যাচ্ছেন চরম সংকটে। এই সংকট নিরসনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে সিলেট-লন্ডন রুটে ৯ এপ্রিলের আগে অতিরিক্ত ৩টি ফ্লাইট পরিচালনার দাবি জানিয়েছে এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।
তবে বিমান অফিস সূত্রে জানা গেছে, ৩টি নয়- ১টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হচ্ছে।
অপরদিকে, বিষয়টি নিয়ে সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, আটাব নেতৃবৃন্দসহ সিলেটের বিশিষ্টজন এবং যুক্তরাজ্যে থেকে কমিউনিটি নেতারা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি’র সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা চাইলে তিনি বিমানকে ৩টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সুপারিশ করেন।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মার্কেটিং ডিরেক্টর মো. শওকত হোসেন শনিবার বিকেলে সিলেটভিউ-কে বলেন, আটাবের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা ৮ এপ্রিল অতিরিক্ত একটি ফ্লাইট পরিচালনা করা হতে পারে। এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বেশিরভাগই সম্ভাবনা- ৮ এপ্রিল অতিরিক্ত একটি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D