সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা ইনকের জরুরি সভা 

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, মে ৮, ২০২০

সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা ইনকের জরুরি সভা 
সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা ইনকের জরুরি সভা অনুষ্টিত হয়েছে. সভায় অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি আব্দুল মালেক খান লায়েক, সাধারণ সম্পাদক দুরুদ মিয়া রনেল, সুফিয়ান খান, রব্বানী চৌধুরী, হাজী এনাম, সহসভাপতি সৈয়দ মুকুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ, মেহরাজ ফাহমী. সভায় বর্তমান এই ক্রান্তিলগ্নে সিলেট সদর থানা এসোসিয়েশন নিউ ইয়র্কের হাসপাতাল গুলোকে সহায়তা এবং ধন্যবাদ প্রদানপূর্বক খাদ্য সহায়তা প্রদান খাবার প্রদান এবং এই ক্রান্তিলগ্নে বাংলাদেশী কমিউনিটিতে যারা অসহায় অবস্থায় আছেন তাদের খাদ্য সহায়তা প্রদান করা হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়. বাংলাদেশী কমিউনিটির যে কোনো ধরনের সহায়তার জন্য সংগঠনের সভাপতি আব্দুল মালেক খান লায়েক +১ (৬৪৬) ৩৮৭-৯০০৮, এবং সাধারণ সম্পাদক দুরুদ মিয়া রনেলের সাথে (৭১৮) ৩৫০-৬১৩৭ প্রদত্ত নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়.

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল