২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০
সিলেট সরকারি উচ্চবিদ্যালয়, লাক্কাতুরায় গতকাল শনিবার বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। রোটারি ক্লাব অব মতিঝিল, ঢাকার সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ফলদ ও ভেষজসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়। শনিবার বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন হাফছা মজুমদার কলেজের অধ্যক্ষ মো. নিয়াজুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী অনন্ত কুমার ভৈৗমিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহুর আহমদ, চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালী ও সুগন্ধা নার্সারীর ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।
এ সময় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সরকার এ বছর দেশে এক কোটি গাছের চারা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় পর্যায়ের এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পাশাপাশি সকল পর্যায়ের নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে বিভিন্ন ফলদ, ভেষজ ও অন্যান্য জাতের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা জরুরি। প্রধান শিক্ষক জহুর আহমদ বৃক্ষরোপণ কর্মসূচিতে সহযোগিতার জন্য রোটারি ক্লাব অব মতিঝিলকে ধন্যবাদ জানান
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D