সিলেট সরকারি কলেজ ছাত্রলীগ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ২টি খেলা সম্পন্ন

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০

সিলেট সরকারি কলেজ ছাত্রলীগ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ২টি খেলা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সিলেট সরকারি কলেজ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত শহীদ আকবর সুলতান, মিজান, তানিম, মিয়াদ ও সারোয়ার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের দুটি খেলা বুধবার সম্পন্ন হয়। বুধবার ১ম খেলায় নুনু একাডেমী ২-১ গোলে মিফতাহ ফাইটার্স দলকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়। ২য় খেলায় সাজন ফাইটার্স ১-০ গোলে ডৌবাড়ি ফুটবল দলকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়।

১ম খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ রতন এবং দ্বিতীয় খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ আব্দুল্লাহ এবং অংশগ্রহণকারী দলের হাতে পুরস্কার তুলে দেন ওসমানী নগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সৈয়ীদ আহমেদ বহলুল, দৈনিক সিলেটের দিনকাল’র নির্বাহী সম্পাদক ও সিল নিউজ বিডির সম্পাদক ও প্রকাশক নাজমুল কবির পাভেল, জালালাবাদ স্কুল এন্ড কলেজের শিক্ষক লাহিন উদ্দিন, যুক্তরাষ্ট্র প্রবাসী ছোরাব আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের আন্তর্জাতিক সম্পাদক শাহাদাৎ হুসেন শাহেদ, যুক্তরাজ্য প্রবাসী আসাব আলী, যুক্তরাজ্য যুবলীগ নেতা শিতাব আলী, সাবেক কৃতি ফুটবলার ইমরাজ আহমেদ, যুবলীগ নেতা হিরা দাস, খেলা পরিচালনা কমিটির সদস্য খছরুজ্জামান খছরু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক নাজমুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ছাত্র সম্পাদক হোসাইন আহমেদ, জেলা ছাত্রলীগ নেতা সুব্রত চন্দ্র চন্দ,আলতাফ হুসেন মুরাদ, ফাইয়্যাদ আহমেদ জামিল, সিলেট সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রুহেল আহমেদ,কাউসার উদ্দিন আহমেদ, রেজাউল হক, নুর মোহাম্মদ আনাস, মাহবুব আহমেদ, তোফায়েল আহমেদ,রাওয়ান আহমেদ, ইমতিয়াজ শোভন, শাহিন আহমেদ, আহমেদ আব্দুল্লাহ, আহমেদ উদ্দিন সাজন, সাব্বির আহমেদ, ফাহিম আহমেদ প্রমুখ।

খেলায় টাইটেল স্পন্সর-পরিবেশ বান্ধব ইট ইকোইট। মিডিয়া পার্টনার- সিলেট প্রতিদিন টুয়েন্টিফোর ডট কম। ম্যান অফ দ্যা ম্যাচ স্পন্সর- ফাইয়্যাদ আহমেদ জামিল। অংশগ্রহণকারী দল স্পন্সর- নাজমুল ইসলাম। লাইভ সম্প্রচার- এস এস এন স্পোর্টস। ধারাভাষ্য- আব্দুর রাজ্জাক, ইকবাল আহমেদ টিপু। ম্যাচ রেফারি- সৈয়দ ফয়েজ আহমেদ, সহকারী রেফারি ফয়েজ হাসান,আব্দুক মুকিত রাজন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল