২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৯
সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার কলেজ প্রাঙ্গণে বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ জনাব ছাইদুর রহমানের সভাপতিত্বে ও প্রতিষ্টানের গণিত ইন্সট্রাকটর মো: আব্দুর বারি পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইলেকট্রিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান সন্তোস চন্দ্র দেবনাথ, ওয়েল্ডিং বিভাগের বিভাগীয় প্রধান বিশ্বজিৎ কুমার দাস, আরএসসি বিভাগের বিভাগী প্রধান মো: সিদ্দিকুর রহমান,সিভিল বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো: আব্দুল হালিম, কম্পিউটার বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মুহিবুর রহমান খান, মেশিন টুলস অপারেশন বিভাগের জুনিয়র ইন্সট্রাকটর শফিকুল ইসলাম, ইলেকট্রনিক্স বিভাগের জুনিয়র ইন্সট্রাকটর নেহার রঞ্জন রায়, ফার্ম মেশিনারি সপের জুনিয়র ইন্সট্রাকটর উজ্জল কুমার দে, পরিতোষ বৈদ্য, ফারুক মিয়া, হানিফ মিয়া, হেলেনা আক্তার প্রমুখ। সভায় অধ্যক্ষ মো: ছাইদুর রহমান বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস পালন যেন শুধু আনুষ্ঠানিকতা না হয়, একে অর্থবহ করতে হলে যে আদর্শ ও চেতনার জন্য তাঁরা জীবন দিয়ে গেছেন তাকে হৃদয়ে ধারন ও তার প্রসারে কাজ করে যেতে হবে। তিনি আরো বলেন, আমরা নিজ নিজ অবস্থান থেকে যদি কাজ করে যাই তবেই শহীদদের আত্মা শান্তি পাবে ও বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাস্তবায়ন হবে। এসময় ছাত্র-ছাত্রী মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ) সিলেট টেকনিক্যাল স্কুল ও কলেজ শাখার, সহ- সভাপতি বিপ্লব চন্দ্র দেব,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোস্তাকিম উজ্জমান, সহ-সাংগঠনিক সম্পাদক নাঈমুল ইসলাম সাব্বির, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আজিম আহমদ সায়েম, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হোসনা বেগম, ক্রীড়া সম্পাদক আব্দুলাহ আল্ মামুন, সহ-ক্রীড়া সম্পাদক হৃদয় খন্দকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাকিব আহেমদ, দপ্তর ও পাঠাগার সম্পাদক সুফিয়ান জালালী, সহ-দপ্তর ও পাঠাগার সম্পাদক সৌরভ আকন্দ, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মুক্তা রাণী পাল, বিভাগীয় প্রতিনিধি এ এইচ মুহিন প্রমুখ। বিজ্ঞপ্তি
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D