১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২২
সাকিব আহমেদ ::
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল ধ্বংশের ষোলকলা পূর্ণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সদস্য সচিব দেওয়ান জাকির। সম্প্রতি তার অজ্ঞাতে জেলা স্বেচ্ছাসেবক দলের ৯টি কমিটি অনুমোদন দেয়ার পর তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে লেখা এক চিঠিতে তিনি এ অভিযোগ করেন। চিঠিটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারেকে পাঠিয়েছেন। তাছাড়া কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কাছে তিনি অনুরূপ অভিযোগ দিয়েছেন। অভিযোগে এজন্য তিনি দায়ী করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালকে।
চিঠি এবং স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের অধিন গোলাপগঞ্জ উপজেলা ও পৌর শাখা, বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখা, বালাগঞ্জ, জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখা, বিশ্বনাথ উপজেলা ও পৌর শাখা, দক্ষিণ সুরমা, গোয়াইনঘাট, ফেঞ্চুগঞ্জ ও সিলেট সদর উপজেলা শাখার ১৩টি কমিটি ঘোষণা দেয়া হয়।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম এই কমিটিগুলোকে অনুমোদন দিয়ে স্বাক্ষরও করেছেন।
এরপরই শুরু হয় বিতর্ক আর সমালোচনার ঝড়। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব দেওয়ান জাকির ও তার অনুসারীরা জানান এই ১৩ কমিটির মধ্যে ৯টি কমিটির ব্যাপারে সদস্যসচিবের সাথে কোন আলোচনাই করা হয়নি। তাকে না জানিয়েই কমিটি ঘোষণা ও অনুমোদন দেয়া হয়েছে। সিলেট জেলার আওতাধীন গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখা এবং দক্ষিন সুরমা, ফেঞ্চুগঞ্জ ও সদর উপজেলা শাখার যে ৯টি কমিটির ব্যাপারে এমনকি সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার সাংগঠনিক টিম লিডার, যুগ্ম আহবায়ক ও সদস্যসহ সবাইকে সম্পূর্ন অন্ধকারে রেখে, ত্যাগী ও দলের জন্য নিবেদিতপ্রাণ পরীক্ষিত সৈনিকদের সদস্য পদ না দিয়েই কমিটি ঘোষণা করা হয়েছে যা নিয়ে সবমহলেই চলছে তুমুল সমালোচনা ও বিতর্ক।
এই সমালোচনা আরও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের কাছে পাঠানো দেওয়ান জাকিরের চিঠি প্রকাশের পর। সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস অ্যাপের মাধ্যমে পাঠানো চিঠিটি আর গোপন থাকেনি। চিঠিতে জাকির উল্লেখিত প্রতিটি বিষয় তুলে ধরে জানিয়েছেন, যেহেতু তার সাথে কোন আলোচনা না করেই এ ৯টি কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্র, সেহেতু তিনি এর কোন দায়ভারও নিবেন না।
চিঠিতে তিনি উল্লেখ করেছেন, এর মাধ্যমে জেলা স্বেচ্ছাসেবক দলকে ধ্বংসের ষোলকলাপূর্ণ করা হয়েছে। অবিলম্বে এ ৯ ইউনিট কমিটির অনুমোদন বাতিলেরও দাবি জানিয়েছেন তিনি।
এদিকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের এই কমিটি অনুমোদনের পর থেকেই বিতর্ক লেগেছিল। পরীক্ষিত এবং ত্যাগী অনেক নেতাকর্মী দল থেকে পদত্যাগ করেছেন আগেই। সামনে আবারও তেমন কোন ঝড় আসে কি না এনিয়েও শঙ্কিত জাতীয়তাবাদী ঘরানার ত্যাগী নেতৃবৃন্দ।
তবে সিলেট প্রতিদিনের সাথে আলাপকালে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল এসব অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, তিনি এ সংক্রান্ত দুটি সভায় অনুপস্থিত থাকায় তার সাথে আলোচনা সম্ভব হয়নি।
এরও জবাব দিয়েছেন দেওয়ান জাকির। বলেছেন একটি সভা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আহ্বান করায় তিনি উপস্থিত হতে পারেন নি। অপর সভার দিনে তিনি অসুস্থ ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D