সীমান্তের বর্ডার হাট পরিদর্শনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুহেল মাহমুদ

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০

সীমান্তের বর্ডার হাট পরিদর্শনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুহেল মাহমুদ

তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় সীমান্তের সায়দাবাদে নির্মাণাধীন বর্ডার হাটের অগ্রগতি পরিদর্শনে সোমবার দুপুরে লাউড়েরগড় সায়দাবাদে এসেছিলেন, সুনামঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যার্নাজী, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মো. বাবুল আখতার, সুনামগঞ্জ আবগারী ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. আব্দুর রহিম, বাদাঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আহমদ, সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ীর কোম্পানী কমান্ডার সুবেদার মো. হাবিবুর রহমান প্রমুখ।

সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম জানিয়েছেন, আশা করি মার্চের প্রথম সপ্তাহেই তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তের সায়দাবাদ এলাকায় বর্ডার হাট চালু হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল