সুইজারল্যান্ডের কাছেও হোঁচট, আজ অবধি জয়হীন জার্মানি

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০

সুইজারল্যান্ডের কাছেও হোঁচট, আজ অবধি জয়হীন জার্মানি

স্পোর্টস ডেস্ক :
উয়েফা নেশন্স লিগে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে রুখে দিল সুইজারল্যান্ড।

অপেক্ষাকৃত কম শক্তির দলের কাছে একরকম হোঁচট খেলেন জোয়াকিম লোর শিষ্যরা।

রোববার রাতের ম্যাচের ১৪ মিনিটে ইলকায় গুন্ডোগান গোল করে জার্মানিকে এগিয়ে দেন। প্রথমার্ধে আর কোনো গোল দিতে পারেননি জার্মানরা। সমতায়ও ফিরতে পারেনি সুইজারল্যান্ড।

দ্বিতীয়ার্ধে নেমে ৫৭ মিনিটের মাথায় সেই গোল শোধ করতে সক্ষম হয় সুইজারল্যান্ড। দুর্দান্ত এক গোল করেন সিলভান ওয়াইডমার।

বাকিটা সময় সুইজারল্যান্ডের জালে দ্বিতীয়বার বল জড়াতে পারেনি জার্মানি। যে কারণে ১-১ গোলে ম্যাচ শেষ হয়।

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। সেই সঙ্গে উয়েফা নেশন্স লিগে এখনও জয়হীন থাকতে হলো জোয়াকিম লোর শিষ্যদের।

প্রসঙ্গত উয়েফা নেশন্স লিগে এখনও পর্যন্ত কোনো জয়ই পায়নি জার্মানি। দুই বছর আগে প্রথমবার অনুষ্ঠিত লিগে চারটি ম্যাচ খেলে একটিতেও জয়ের দেখা পায়নি জার্মানি। এবার ইতিমধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছেন জোয়াকিম লোর শিষ্যরা। তাতেও জয়ের দেখা পেল না বিশ্বের অন্যতম ফুটবল শক্তিধর দেশটি।

তথ্যসূত্র: গোল ডট কম

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল