সুখবর দিলেন নায়িকা শাবনূর

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯

সুখবর দিলেন নায়িকা শাবনূর

বিনোদন ডেস্কঃঃ   শাবনূরভক্তদের জন্য সুখবর। আর অপেক্ষা নয়; শিগগিরই বড় পর্দায় দেখা যাবে এক সময়কার সবচেয়ে জনপ্রিয় এ নায়িকাকে।

জাজ মাল্টিমিডিয়ার ‘কাঁটাতারের বেড়া’ ছবির মধ্য দিয়ে দীর্ঘদিন পর চলচ্চিত্রে ফিরছেন শাবনূর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করেছে জাজ মাল্টিমিডিয়া।

প্রযোজনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে একজন অস্ট্রেলিয়ান পুষ্টিবিদ ও জিম ট্রেইনারের অধীনে নিজেকে এই সিনেমার জন্য তৈরি করছেন শাবনূর। নায়িকা তৈরি হলেই সিনেমাটির শুটিং শুরু হবে। তবে সিনেমাটিতে শাবনূরের বিপরীত কোন নায়ক অভিনয় করবেন, সেটি চমক হিসেবে রাখছে জাজ মাল্টিমিডিয়া।

কাজল/১৫/১২/২০১৯