১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
ছাতক প্রতিনিধি:: সুনামগঞ্জের ছাতক পৌর এলাকায় কওমী ও ফুলতলী সমর্থকদের মধ্যে ওয়াজ মাহফিলের আয়োজন নিয়ে সংঘর্ষে অন্তত ৫০জন আহত হয়েছেন।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) পৌর এলাকার আবুল মহসিন বটমিয়া মাঠ ও পার্শ্ববর্তী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার পৌর শহর এলাকায় দুটি পৃথক ওয়াজ মাহফিল আয়োজন করে কওমী সমর্থক ও ফুলতলী সমর্থকরা। এ নিয়ে আগে থেকেই সমস্যা শুরু হলে স্থানীয় প্রশাসনের মধ্যস্ততায় রবিবার সমাধান করা হয়।
তবে সোমবার দুপুর থেকেই তুচ্ছ কোন ঘটনাকে কেন্দ্র করে দুটি পক্ষ সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে স্থানীয়রা জানান।
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান জানান, কওমী সমর্থক ও ফুলতলী সমর্থকরা দীর্ঘদিন থেকেই দ্বন্দ্বে জড়িয়ে আছেন, আর ওয়াজ মাহফিল আয়োজনকে কেন্দ্র করে দুটি দল সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় উভয় পক্ষের মিলিয়ে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন, তাদের মধ্যে কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
পরে সুনামগঞ্জ জেলা পুলিশ ও স্থানীয় থানা পুলিশ মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট ও কাঁদানো গ্যাস ছুড়েঁ বলে জানান তিনি।
সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ জানান ছাতকের সংঘর্ষ পুলিশ নিয়ন্ত্রণে এনেছে এবং পরবর্তীতে যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D