১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি: সম্মেলন করে সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণার দুই বছর পর সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ পেয়েছে। গত বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ৭৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন। তবে কমিটিতে অনেক যোগ্য ও ত্যাগীরা বাদ পড়েছেন বলে অভিযোগ রয়েছে। তাছাড়া একই পরিবারের একাধিকজনকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। রাজপথ কাঁপানো তারকা নেতাদের বদলে সুবিধাবাদী হিসেবে পরিচিত অনেককে দেওয়া হয়েছে শীর্ষপদ। এছাড়া মুক্তিযোদ্ধা পরিবারকেও বঞ্চিত করা হয়েছে বলে ক্ষোভ বিরাজ করছে।
কমিটিতে ১১ জন সহ-সভাপতি, ৩ জন যুগ্ম সম্পাদক ও ৩ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান।
কমিটির সভাপতি হলেন আলহাজ্ব মতিউর রহমান, সহ-সভাপতি নূরুল হুদা মুকুট, মুহিবুর রহমান মানিক (এমপি), আপ্তাব উদ্দীন আহমদ এডভোকেট, সিদ্দিক আহমদ, মতিউর রহমান (মুক্তিযোদ্ধা), আলহাজ্ব আইয়ূব বখ্ত জগলুল, শফিকুল আলম এডভোকেট, সৈয়দ আবুল কাসেম, রেজাউল করিম শামীম, অবনী মোহন দাস এডভোকেট, ডঃ খায়রুল কবীর রুমেন এডভোকেট, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন, যুগ্ম- সাধারণ সম্পাদক নান্টু রায় এডভোকেট, হায়দার চৌধুরী লিটন এডভোকেট ও আবুল কালাম চৌধুরী, কোষাধ্যক্ষ ইশতিয়াক আহমদ শামীম, আইন বিষয়ক সম্পাদক আব্দুল করিম এডভোকেট, কৃষি বিষয়ক সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম চৌধুরী, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক শাহ মোঃ আবু নাসের, দপ্তর বিষয়ক সম্পাদক নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল এডভোকেট, ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল হক (মফিজ), প্রচার সম্পাদক গোলাম সাবেরীন (সাবু), মহিলা বিষয়ক সম্পাদিকা নিগার সুলতানা (কেয়া), মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গোলাম মস্তফা এডভোকেট, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আজাদ রোমান এডভোকেট, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, মানবসম্পদ বিষয়ক সম্পাদক শীতেষ তালুকদার মন্জু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেওয়ান ইমদাদ রাজা চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক আজাদুল ইসলাম রতন এডভোকেট, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অভিজিৎ চৌধুরী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাঃ আবুল কালাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, সিরাজুর রহমান সিরাজ ও জুনেদ আহমদ, উপ দফতর সম্পাদক মাহবুবুল হক জয়েদ, উপ প্রচার সম্পাদক হুমায়ূন রশিদ লাভলু, সদস্য হিসেবে আব্দুল মান্নান (এমপি), ডঃ জয়া সেন গুপ্তা (এমপি), শামছুন্নাহার বেগম শাহানা রব্বানী (এমপি), মোয়াজ্জেম হোসেন রতন (এমপি), আলতাব উদ্দিন, আজিজুস সামাদ ডন, মন্জুুরুল আলম চৌধুরী, সামছুজ্জামান (মাস্টার), সুবির তালুকদার, মশিউর রহমান জুয়েল, ইমামুজ্জামান মহি, ফজলুল কবীর তুহিন, রেজাউল আলম নিক্কু, হাজী আবুল কালাম, মাহতামুল হাসান সমুজ, মলয় চক্রবর্তী রাজু এডভোকেট, রফুউল্লাহ্ ফজলু, নূরুল ইসলাম, কামরুজ্জামান দ্বারা, তৈয়ব কামালী, কল্লোল তালুকদার চপল এডভোকেট, নিজাম উদ্দিন, হাসান মাহবুব সাদী এডভোকেট, আবু সাদাত মোঃ লাহীন, অমল কান্তি কর, শামীম আকঞ্জী, আলমগীর কবীর, সিরাজুল ইসলাম, আল আমীন চৌধুরী, আসাদুজ্জামান সেন্টু, শামীমা শাহরীয়ার, অমল কান্তি চৌধুরী হাবুল, সৈয়দ তারেক হাসান দাউদ, আতিকুল ইসলাম আতিক, ফেরদৌসী সিদ্দিকা ও জামিল চৌধুরী। উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মতিউর রহমান সভাপতি ও ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দুই বছর এক মাস পর গত বৃহস্পতিবার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D