সুনামগঞ্জ জেলা আ’লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে সিলেট জেলা আ’লীগের অভিনন্দন

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৩

সুনামগঞ্জ জেলা আ’লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে সিলেট জেলা আ’লীগের অভিনন্দন

সুনামগঞ্জ জেলা আ’লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে সিলেট জেলা আ’লীগের অভিনন্দন

সিলনিউজ বিডি ডেস্ক ::

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রীবার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের দুর্দিনের কাণ্ডারি, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট সভাপতি এবং ছাত্রলীগের সাবেক নেতা নোমান বখত পলিন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।

এক অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তাদের গতিশীল নেতৃত্বে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ আগামীতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে সক্ষম হবে। একই সাথে নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, সফল রাষ্ট্রনায়ক, উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনের স্বপ্নদ্রষ্টা জননেত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।