সুনামগঞ্জ জেলা পরিষদের প্রথম চেয়ারম্যান মুকুট

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৬

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রথম চেয়ারম্যান মুকুট

নিজস্ব প্রতিবেদক:: সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নুরুল হুদা মুকুট। বুধবার অনুষ্ঠিত নির্বাচনে ৪৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি।

তাঁর প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার এনামুল কবির ইমন পেয়েছেন ৪১৭ ভোট। ইমন জেলা প্রশাসকের পদ থেকে পদত্যাগ করে দলীয় মনোননয়ে চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

সুনামগঞ্জে মোট ভোটার সংখ্যা ১২শ’ ১৫ জন। এদের মধ্যে ১২শ’ ১৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী থাকলেও অপর দুই প্রার্থী কোনো ভোট পাননি।