১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শান্তিগঞ্জের পরিবর্তে জেলা সদরে স্থাপনের দাবিতে পৃথক তিনটি স্থানে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ও সন্ধ্যায় সদর উপজেলার মঙ্গলকাটা বাজার, হালুয়ারঘাট বাজার ও নবীনগর পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন এই পথসভার আয়োজন করে।
এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, বীর মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, জাপা নেতা রশিদ আহমদ, সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন, প্রভাষক ফারুক রশিদ, উন্নয়নকর্মী সালেহীন চৌধুরী, আওয়ামী লীগ নেতা সারাজ উদ্দিন, আব্দুল আলিম, জাপা নেতা জসিম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, এ জেলার মানুষের জন্য প্রধানমন্ত্রী মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান উপহার দিচ্ছেন। কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে সবগুলো প্রতিষ্ঠানই দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জে স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা সদরকে বঞ্চিত করে দুই কিলোমিটার আয়তনের মধ্যে এতোগুলো প্রতিষ্ঠান স্থাপন হলে শত বছরে গড়ে উঠা শহর সুনামগঞ্জ অন্ধকারে নিমজ্জিত হবে।
এ ব্যাপারে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D