১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৯
বুধবার (২৫ ডিসেম্বর) সংগঠনের ৫০ বছর পূর্তি উপলক্ষে কুলাউড়ার স্বাধীনতা সৌধ চত্বরে এক বর্ণাঢ্য অনুষ্টানের আয়োজন করে কুলাউড়া উদীচীর সুবর্ণজয়ন্তী উৎযাপন কমিটি। বেলা ২ টার দিকে অনুষ্টানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনা করা হয়। উদীচীর সুবর্ণজয়ন্তী অনুষ্টান উদ্বোধন করেন প্রবীণ রাজনীতিবিদ আব্দুল মালিক। পরে স্বাধীনতা সৌধ বেদীতে এক ভ্রতচারী নৃত্য ডিসপ্লে উপস্থাপনা করে ডানকান ক্যামেলিয়া স্কুলের শিক্ষার্থীরা। এরপর এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা সৌধ প্রাঙ্গণে এসে শেষ হয়।
এই পঞ্চাশ বছরেও কুলাউড়া উদীচী বুড়িয়ে যায়নি, ফুরিয়ে যায়নি। এখনো তাদের দীপ্ত পথচলা। এরই যেন প্রমাণ দিতে আয়োজনে ছিলো নানা চমক। আয়োজনটি যদিও জৌলুশ বা আড়ম্বরপূর্ণ ছিল না তবে তা ছিল নিখাদ ভালোবাসায় পরিপূর্ণ। অনুষ্টানে উপস্থিত ছিলেন তরুণ কিশোরেরা ছাড়াও যুগ যুগ ধরে যাঁরা উদীচীর দর্শণকে ধারণ করছেন সেই সকল প্রবীণ ব্যক্তিত্ব। অনুষ্টানের প্রারম্ভে এক আলোচনা সভায় বক্তারা উদীচী গঠনের উদ্দেশ্য ও তা বাস্তবায়নের নানা বিষয় তুলে ধরেন। শ্রমজীবি, মেহনতি মানুষের অধিকার রক্ষায়, মৌলবাদি অপশক্তির বিরুদ্ধে উদীচীর কর্মযশ তুলে ধরা হয় বক্তব্যে।
বেলা ৪ টার দিকে কুলাউড়া উদীচীর সুবর্ণজয়ন্তী উৎযাপন কমিটির আহ্বায়ক খন্দকার লুৎফুর রহমানের সভাপতিত্বে কুলাউড়া উদীচীর সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমনের সঞ্চালনায় ছিল আলোচনা। এ পর্বের শুরুতে স্বাগত বক্তব্য দেন উদীচীর সুবর্ণজয়ন্তী উৎযাপন কমিটির সদস্য সচিব অমলেন্দু চক্রবর্তি বিপুল। এসময় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় উদীচীর সাবেক সহ সভাপতি, বিশিষ্ট নাট্যাভিনেতা শংকর সাওজাল। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় উদীচীর সহ সভাপতি প্রবীর সর্দার, কেন্দ্রিয় উদীচীর সহ সভাপতি অ্যাড. মকবুল হোসেন, মৌলভীবাজার জেলা উদীচীর সভাপতি অ্যাড. মিজানুর রহমান, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া উদীচীর সাবেক সভাপতি ড. রজত কান্তি ভট্টাচার্য্য, সভাপতি ফজলুল হক, কুলাউড়া খেলাঘরের সভাপতি খন্দকার কামাল প্রমুখ।
তাঁদের সবার বক্তব্য একটা বিষয়ই কোরাস হয় যে, বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের নানা পর্বের দুর্যোগে, সংকটে স্বৈরাচারবিরোধী আন্দোলনে, সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলনসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে জনসাধারণের দাবি আদায়ের সংগ্রামে উদীচী যুগে যুগে রাজপথে থেকেছে। মানুষের মুক্তির লড়াইয়ে উদীচী আগামী দিনেও মানুষের পাশে থাকবে বলে প্রত্যাশা করেন তাঁরা।
অনুষ্ঠানের তৃতীয় পর্বে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। কুলাউড়া উদীচীর সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমনের সঞ্চালনায় এ পর্বে ছিল দেশের জনপ্রিয় ব্যান্ড জলের গানের পরিবেশনায় অসাধারণ গানের আয়োজন। তাঁদের গান পরিবেশনায় ছিল দেশমাতৃকার অনুরাগের কথা, ছিলো মানুষের মানুষে ভালোবাসার কথা, ছিলো তরুণদের উদ্বুগ্ধ করার নানা রকম রসায়ন। এরআগে সন্ধ্যায় উদীচী মৌলভীবাজার শাখা শিল্পীগোষ্ঠীর শিল্পীদের সমবেত পরিবেশনা। তাঁদের গান পরিবেশনায় ছিলো দেশের প্রতিরোধ-প্রতিবাদের দীপ্ত উচ্চারণ আবার কখনো সিলেটের আদি ইতিহাস থেকে বর্তমান পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির এক মনোরম উপস্থাপনা।
১৯৬৯ সালের ১১ ফেব্রুয়ারী কুলাউড়া উদীচী প্রতিষ্ঠা লাভ করে। চলতি বছরের ১১ ফ্রেবুয়ারী ছিলো সংগঠনটির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৫১তম বছরে পদার্পণ। কুলাউড়া উদীচীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছর জুড়ে ছিলো নানা কর্মসূচি। এরমধ্যে গান, নাচ, কবিতা আবৃত্তি প্রতিযোগীতা ছাড়াও ছিলো কুলাউড়া উদীচীর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ম্যাগাজিন প্রকাশের আয়োজন।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D