সুরমাভিউ′র উপদেষ্টা টিপুর সৌজন্যে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২০

সুরমাভিউ′র উপদেষ্টা টিপুর সৌজন্যে খাদ্য সামগ্রী বিতরণ

করোনাভাইরাসের কারণে এই ক্রান্তিলগ্নে অসহায়, হতদরিদ্র ও কর্মহীন মধ্যবিত্ত পরিবারের মধ্যে সুরমাভিউ টোয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১ম দফায় আজ(৯ এপ্রিল) বৃহস্পতিবার সিলেট শহরতলীর এয়ারপোর্ট থানাধীন কাকুয়ারপাড় এলাকায় মধ্যবিত্ত ও দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
যুক্তরাষ্ট্রের কানেক্টিকা বিএনপির আহবায়ক এবং আম্বিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান, ও সুরমা ভিউ টোয়েন্টিফোর ডটকম এর উপদেষ্টা তৌফিকুল আম্বিয়া টিপুর অর্থায়নে এবং সুরমা ভিউ টোয়েন্টিফোর ′র শুভাকাঙ্ক্ষী নাট্যকার ইমতিয়াজ কামরান তালুকদার ও তরুণ সংগঠক মোহাম্মদ কয়েছ এর সহযোগিতায় আজ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
২য় পর্বে মাহে রমাজান মাসের আগ মুহুর্তে বড় পরিসরে সুরমা ভিউ টোয়েন্টিফোর এর অন্যতম উপদেষ্টা, যুক্তরাজ্য সাসেক্স যুবলীগের সভাপতি ফয়সল আম্বিয়া টিটুর পক্ষ থেকে অসহায় খেটে-খাওয়া মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
ত্রান সামগ্রী বিতরণ কালে সার্বিক বিষয়ে দায়িত্ব পালন করেন সুরমা ভিউ টোয়েন্টিফোর ডটকম′র সম্পাদক এমদাদুল হক সোহাগ এবং ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক মোঃ আবু জাবের।-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল