১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০
সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভায় সিলেট শহরকে যানজট মুক্ত করার লক্ষ্যে ও নগরবাসীর চলাচলের সুবিধার্থে পুরাতন কীনব্রীজের পাশ দিয়ে সুরমা নদীর নীচ দিয়ে একটি ট্যানেল নির্মাণ ও সিলেট মহানগর এলাকায় মেট্রোরেল পথ নির্মাণ করে মেট্রোরেল চালুর দাবী জানানো হয়। সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির এক আলোচনা সভায় বক্তাগণ এ দাবী জানান।
বৃহস্পতিবার দুপুরে ফোরামের সুরমা ম্যানশনস্থ কার্যালয়ে ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেটের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, আবেদ আক্তার চৌধুরী, কেন্দ্রীয় সদস্য শিক্ষক আব্দুল মালিক, কয়েছ আহমদ সাগর, সাবেক মেম্বার ইরশাদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল হোসেন, শওকত আলী, আমীন তাহমিদ, এম এ জলিল, আনোয়ার উদ্দিন বোরহানাবাদী, রিয়াজ উদ্দিন প্রমুখ।
সভায় সিলেট শহর এবং শহরতলীকে যানজট মুক্ত করার লক্ষ্যে দক্ষিণ সুরমার তেলিবাজার পয়েন্ট, হুমায়ুন রশীদ চত্বর, পারাইরচক পীর হবিবুর রহমান চত্বর, দক্ষিণ সুরমা কলেজের সম্মুখস্থ সামাদ চত্বর, হিলালপুর সিরাজ উদ্দিন একাডেমীর নিকটবর্তী পয়েন্ট, উত্তর সুরমার খিদিরপুর পয়েন্ট, গার্ডেন টাওয়ারের সম্মুখে গাজী বোরহান উদ্দিন পয়েন্ট, শেখঘাট জিতু মিয়ার পয়েন্ট, রিকাবীবাজার পয়েন্ট, চৌহাট্টা পয়েন্ট, আম্বরখানা পয়েন্ট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেইট এবং টুকেরবাজার তেমুখী পয়েন্টে ফ্লাইওভার নির্মাণের দাবী জানানো হয়।
সভায় উত্থাপিত অন্যান্য দাবীগুলো হচ্ছে- সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে হাকালুকি হাওরের মধ্য দিয়ে বড়লেখা হয়ে জুড়ি পর্যন্ত উড়াল সেতু নির্মাণ, বর্ষা মৌসুম শুরুর পূর্বে সিলেট বিভাগের সকল ছোট বড় নদী, ছড়া-খাল অবৈধ দখল মুক্ত করা, সিলেট বিভাগের সকল জেলা সদরের সাথে উপজেলা সদরের যোগাযোগ রক্ষাকারী সড়ক, সিলেট-ঢাকা মহাসড়ক ও সিলেট-আখাউড়া রেল পথের জমি অবৈধ দখল মুক্ত করার দাবী জানানো হয়।
এছাড়া আকস্মিকভাবে গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির সাথে সাথে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি জনজীবনে চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এহেন অবস্থা নিরসনে জনস্বার্থে বাজার মনিটরিংয়ের মাধ্যমে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও নিয়ন্ত্রণ এবং গ্যাস-বিদ্যুতের দাম পুন:নির্ধারণ করে সহনীয় পর্যায়ে নিয়ে আসার দাবী জানানো হয়।-বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D