Social Bar
৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০
স্পোর্টস ডেস্ক ::
জাভি, ইনিয়েস্তা ও নেইমারের বিদায়ের পর বার্সেলোনায় মেসির সবচেয়ে কাছের বন্ধু ছিলেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ।
মেসিকে আরও নিঃসঙ্গ করে শেষ পর্যন্ত সুয়ারেজও চলে গেলেন আথলেটিকো মাদ্রিদে।
তবে সুয়ারেজের বিদায় একটু বেশি বেদনাদায়ক হতে পারে মেসির জন্য।
কারণ বার্সেলোনায় দীর্ঘ ছয় বছরে পরিবারের মতোই হয়ে গিয়েছিলেন মেসি ও সুয়ারেজ। মাঠের বন্ধুত্ব ছাপিয়ে দুই পরিবারের মধ্যকার বন্ধন আরও বেশি দৃঢ়।
সে কারণে প্রিয় বন্ধুর বিদায়ে কষ্ট আর ধরে রাখতে পারেননি লিওনেল মেসি।
শুক্রবার ইনস্টাগ্রাম পোস্টে নিজের আবেগ প্রকাশই করে দিলেন তিনি।
বিশদ বার্তা দিয়ে মেসি লিখেছেন, ‘আমি এরই মধ্যে কল্পনা করতে শুরু করে দিয়েছিলাম সুয়ারেজকে ছাড়া কীভাবে সময় কাটবে। আজ আমি যখন ড্রেসিংরুমে গেলাম, এটা সত্যিই আমার কাছে অবিশ্বাস্য লেগেছে। মাঠ ও মাঠের বাইরে তোমার (সুয়ারেজ) সঙ্গে সময় না কাটিয়ে থাকা আমার জন্য অনেক বেশি কঠিন হতে চলেছে। আমরা সবাই তোমাকে অনেক বেশি মিস করব। আমরা একসঙ্গে অনেক বছর খেলেছি, একসঙ্গে অনেক লাঞ্চ ও ডিনার উপভোগ করেছি। এমন অনেক মুহূর্ত রয়েছে যা আমরা কোনোদিনও ভুলব না। একসঙ্গে কাটানো ওই সব সুখস্মৃতি কখনোই ভুলে থাকা সম্ভব নয়।’
এথলেটিকো মাদ্রিদে সুয়ারেজের খেলাকে যেন মেনে নিতে পারছেন না মেসি।
তিনি সুয়ারেজের উদ্দেশে লিখেছেন, ‘তোমাকে অন্য কোনো জার্সিতে দেখা বেশ অদ্ভুতই হবে। এর চেয়েও কঠিন হবে মাঠে তোমার বিপক্ষে খেলা। তুমি একটা বিদায়ী সংবর্ধনা ডিজার্ভ করো, যা তোমার অর্জন ছিল। তুমি ক্লাবের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বার্সেলোনার দল ও তোমার ব্যক্তিগত ক্যারিয়ারে অনেক কিছু জিতেছ তুমি।’
এরপরই ক্লাব বার্সেলোনার ওপর চড়াও হন মেসি।
ক্লাবের প্রতি চাপা ক্ষোভ প্রকাশ করেন মেসি, ‘এভাবে ছুড়ে ফেলে দেয়া তোমার প্রাপ্য ছিল না, যেমনটা তারা তোমার সঙ্গে করল। তবে সত্যি কথা বলতে, বর্তমান পরিস্থিতিতেই ক্লাবের কোনোকিছুতেই আমি আর অবাক হই না।’
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D