১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০
অনলাইন ডেস্ক:
এত কাছ থেকে এর আগে সূর্যপৃষ্ঠের যে ছবি তোলা সম্ভব হয়নি, বিস্ময়কর সেই ছবি প্রকাশ করে দিয়েছেন বিজ্ঞানীরা। যা দেখে আপনার চোখ কপালে ওঠার যোগাড় হবে।ছবিতে দেখা যাচ্ছে, সূর্যপৃষ্ঠের সোনালী রঙের লাভা যেন টগবগ করে ফুটছে। এত স্পষ্ট আর বিস্তারিত দৃশ্য এর আগে বিজ্ঞানীরাও দেখেননি।
জ্যোতির্বিজ্ঞানীরাও দাবি করেছেন, এখন পর্যন্ত নেওয়া সূর্যপৃষ্ঠের সবচেয়ে বিস্তারিত ছবি এটি। বুধবার (২৯ জানুয়ারি) ছবিটি প্রকাশ করা হয়। এ তথ্য জানায় দ্য নিউ ইয়র্ক টাইমস। নতুন প্রযুক্তির একটি শক্তিশালী সোলার টেলিস্কোপ (ড্যানিয়েল কে ইনোয়ি সোলার টেলিস্কোপ) দিয়ে ওই ছবি ধারণ করা হয়েছে। এটি স্থাপন করা হয়েছে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের মাওইর হালিয়াকালায়। এটি সূর্যের নানা বিষয় নিয়ে গবেষণার কাজে ব্যবহার করা হচ্ছে।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, ওই টেলিস্কোপের মাধ্যমে সূর্যকে পপকর্নের ফুটন্ত পাত্রের মতো দেখাচ্ছিল। সূর্যপৃষ্ঠে বিভিন্ন আকৃতির খণ্ড খণ্ড জলন্ত অংশগুলোর ছোটটিরও আয়তন কমপক্ষে ৩০ কিলোমিটার (১৮ মাইল)। অনেকক্ষেত্রে কাঠামোগুলো যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য টেক্সাসের আয়তনের সমান। দেখা যায়, সেগুলো উত্তেজিতভাবে ফুটছে।
জ্যোতির্বিদ্যা নিয়ে গবেষণার জন্য যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর সংগঠনের (ডিকেআইএসটি এ সংগঠন পরিচালনা করে) প্রেসিডেন্ট ম্যাট মাউনটেইন বলেন, ‘বিশ্বের আবহাওয়া আমরা অত্যন্ত দক্ষতা এবং প্রায় শতভাগ সঠিকভাবে নিরূপণ করতে পারি। পৃথিবীর যেকোনো প্রান্তে বৃষ্টি হবে বা হতে যাচ্ছে কিনা তা খুব সহজে অনুমান করা যায়। কিন্তু মহাকাশের আবহাওয়ার ক্ষেত্রে এখনো আমরা এমন পর্যায়ে যেতে পারিনি। এখন আমাদের প্রয়োজন হলো মহাকাশ আবহাওয়ার পেছনে অন্তর্নিহিত পদার্থবিদ্যাকে উপলব্ধি করা, যার সূচনা সূর্য থেকেই।’
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D