সেন্টমার্টিন পরিষ্কার করলো সিলেটের ৪০ শিক্ষার্থী

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০

সেন্টমার্টিন পরিষ্কার করলো সিলেটের ৪০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক:
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশগত ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগের শিক্ষার্থীরা। রোববার (২৬ জানুয়ারি) উত্তর সেন্টমার্টিন সৈকতের জেটি থেকে পশ্চিম সৈকতের শেষ জেটি পর্যন্ত প্লাস্টিকসহ সব বর্জ্য অপসারণ করেন শিক্ষার্থীরা। সোমবার (২৭ জানুয়ারি) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সচেতনা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচিতে অংশ নেন বিভাগটির ৪০ জন শিক্ষার্থী। বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের উদ্যোগে ও তত্ত্বাবধানে বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থীরা এ অভিযান কর্মসূচি পালন করেছেন।

এ বিষয়ে অধ্যাপক ড. মোজাম্মেল হক বলেন, সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের অন্যতম সম্পদ, অপার সম্ভাবনার জায়গা। কিন্তু অসচেতনতার কারণে এখানকার পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হচ্ছে। তাই দেশের একজন নাগরিক হিসেবে আমাদের দায় রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল