১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১
খেলাধুলা ডেস্ক: নিউজিল্যান্ড সফরের আগমুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে বেশ বড় একটা ঝড় বয়ে গেছে। দেশের খেলা ফেলে আইপিএলের জন্য সাকিব আল হাসানের ছুটি চাওয়া উপলক্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল ক্রিকেটাঙ্গন। বিসিবি বস নাজমুল হাসান পাপন সাফ বলেছেন, জোর করে কাউকে টেস্ট খেলানো হবে না। আর টেস্ট না খেললে কেন্দ্রীয় চুক্তিতেও রাখা হবে না। এমন পরিবেশে আজ মঙ্গলবার বিকালে নিউজিল্যান্ডের উদ্দেশ্য উড়াল দিয়েছে বাংলাদেশ দল। বিমানবন্দরে সৌম্য সরকার গণমাধ্যমকে বলেন, ‘সবাই যেভাবে মানসিকভাবে ফিট হয়েছে বা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে, নিজেদের সেরাটা দিতে পারলে আশা করি ভালো কিছুই হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে আমরা ভালো করেছি। নিউ জিল্যান্ডেও ওয়ানডে সিরিজ আছে। আশা করি ভালো ফল নিয়ে ফিরতে পারব। (কখনোই জিততে না পারা) সেখানে যে ধারা আছে, সেটা যেন আমরা ভাঙতে পারি, জিতে যেন ফিরতে পারি, সেই আশা থাকবে।’ নিউজিল্যান্ড সফরে কখনই সাফল্য পায়নি বাংলাদেশ। এবার দলে সাকিবও নেই। এর আগে নিউজিল্যান্ডে তিন সংস্করণ মিলিয়ে ২৬ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। তারপরেও অধিনায়ক তামিম ইকবাল এবার ভিন্ন কিছুর আশা করছেন। বিমানে ওঠার আগে তিনি বলেন, ‘নিউ জিল্যান্ডের কন্ডিশন বরাবরই আমাদের জন্য কঠিন। তবে অসম্ভব কিছুই না। নিউ জিল্যান্ডে আমরা যা কোনোদিন অর্জন করতে পারিনি, চেষ্টা করব এবার যেন সেটা বদল করতে পারি। আমরা আশাবাদী।’
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D