‘সৌরভ টি-টোয়েন্টির উপযুক্ত ছিলেন না’

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০

‘সৌরভ টি-টোয়েন্টির উপযুক্ত ছিলেন না’

স্পোর্টস ডেস্ক :

ভারতের টি-টোয়েন্টি লিগ আইপিএলের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলের প্রথম অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন দলটির সাবেক কোচ জন বুকানন।

সম্প্রতি অস্ট্রেলিয়ান এই কোচ স্পোর্টসস্টারকে বলেছেন, টি-টোয়েন্টি ক্রিকেটের উপযুক্ত ছিলেন না সৌরভ গাঙ্গুলী।

এর পেছনে বুকানন যুক্তি দেখান– ‘টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ককে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। তা ছাড়া অধিনায়ককে এই খেলার উপযোগী হতে হয়। কিন্তু সৌরভ এই ক্ষুদ্র সংস্করণে খেলারই উপযুক্ত ছিলেন না। বলতে গেলে টি-টোয়েন্টিতে অধিনায়ক হওয়ার সঠিক ব্যক্তি সৌরভ ছিলেন না।’

বুকাননের এমন মন্তব্যে সৌরভভক্তরা ক্ষোভে ফুঁসলেও বিশ্লেষকরা এতে অবাক হননি।

কারণ ২০০৮ সালে আইপিএলে কেকেআরের অধিনায়ক থাকাকালীন সৌরভের সঙ্গে কোচ বুকাননের সম্পর্ক মোটেই ভালো ছিল না। নিয়মিতই বিতর্কিত জড়াতেন তারা। সৌরভকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন বুকাননই। এ নিয়ে শাহরুখ খানের দলটিতে কম তোলপাড় হয়নি।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল