স্কলার্সহোমের ছয়টি প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী সম্পন্ন

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৭

স্কলার্সহোমের ছয়টি প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী সম্পন্ন

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রায় প্রায় ৭ হাজার শিশুর উপস্থিতিতে অনুষ্ঠিত হল স্কলার্সহোমের ছয়টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ্ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সাবেক জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, হাফিজ মজুমর্দা শিক্ষা ট্রাস্ট-এর চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন।
হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট-এর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক জাতীয় সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার বলেন, ছাত্র-ছাত্রীদের পড়ালেখার পাশাপাশি মনমানসিকতার বিকাশে সাহিত্য সংস্কৃতি, খেলাধূলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিভার উন্মেষ ঘটাতে প্রয়াস পায়। এছাড়া তারা নিজেদেরকে দেশের জন্য সুনাগরিক হয়ে গড়ে উঠতে প্রেরণা লাভ করে।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ স্কলার্স হোম একাডেমি কাউন্সিলর চেয়ারম্যান প্রফেসর ড. কবির চৌধুরী,স্কলার্সহোম প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল (অব:) জুবায়ের সিদ্দিকী, হাফিজ মজুমদার ট্রাস্টেএর সচিব লোকমান উদ্দিন চৌধুরী, স্কলার্সহোম মেজরটিলা শাখার প্রিন্সিপাল নাজমুল বারী জামালী, শিবগঞ্জ শাখার প্রিন্সিপাল
প্রাণবন্ধু বিশ্বাস,ইলেকট্রিক সাপ্লাই ক্যাম্পাসের ভাইস প্রিন্সিপাল আক্তারী বেগম, পাঠানটুলা কলেজ শাখার ভাইস প্রিন্সিপাল আব্দুল আজিজ, পাঠানটুলা স্কুল শাখার ভাইস প্রিন্সিপাল জেবু ন্নেছা জীবন, মেজরটিলা শাখার ভাইস প্রিন্সিপাল নাহিদা খান, দক্ষিণ সুরমা ভাইস প্রিন্সিপাল রুমানা চৌধুরী।

জুবায়ের মোহাইমিন সাব্বির ্ও লামিহা মুনতাহা মাইশার যৌথ উপস্থাপনায় বিভিন্ন ধরনের গান পরিবেশন করেন স্কলার্সহোমের বিভিন্ন শাখার ছাত্র-ছাত্রী ্ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠানের ধারাভাষ্যকার হিসেবে ভূমিকা পালন করেন স্কলার্সহোমের শিক্ষার্থী রাইয়ান চৌধুরী, আহমেদ নেদার, তাহসিন চৌধুরী, মাসফিয়া মাহী, নুসরাত জাহান, সাইবান বিনতে সাহাজ, মাহাপারা খান অর্পা।
অনুষ্ঠানে বিভিন্ন শাখার শিক্ষক শিক্ষিকা বৃন্দ বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করেন। চীফ রেফারীর দায়িত্ব পালন করেন মাসুম বিল্লাহ এবং অনুষ্ঠানের সার্বিক সমন্বয়কারী ছিলেন হাফিজ মজুমদার ট্রাস্ট এর প্রশাসনিক কর্মকর্তা চিত্রশিল্পী ভানু লাল দাস।

হাফিজ মজুমদার আরো বলেন, সাংস্কৃতিক চেতনা ধারণ করে স্কলার্সহোম-এর শিক্ষার্থীরা শিক্ষাদীক্ষায় পৃথিবীকে নেতৃত্ব দ্ওেয়ার যোগ্যতা অর্জন করবে বলে আমি প্রত্যাশা করি।

জাতীয় সংগীত পরিবেশন ্ও বেলুন উড়ানোর মাধ্যমে শুরু হ্ওয়া অনুষ্ঠানে থিম সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক পুরষ্কার বিজয়ীদের মধ্যে বিতরণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল