সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২০
অনলাইন ডেস্ক:
রাজশাহীর মোহনপুরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার রায়ঘাটি বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রায়ঘাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওসমান গণির ছেলে ও রায়ঘাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিনুল আলম মিঠু (২৪), আত্রাই দক্ষিণপাড়া এলাকার আনসার আলীর ছেলে হোসাইন আহমেদ (২০), লালোউচ পশ্চিমপাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে রানা হোসেন (২৫), একই এলাকার সাইদুর রহমানের ছেলে মাহফুজুর রহমান (১৯), টাঙন কামারপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে শফিউল ইসলাম (২৪), হাটরা দক্ষিণপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে আরাফাত ইসলাম নাহিদ (২০) ও বড়াহইল এলাকা আব্দুর রহমানের ছেলে হারুন-অর-রশিদ (৪৫)। এর আগে তাদের বিরুদ্ধে যৌন হয়রানি আইনে থানায় মামলা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে গত কয়েক মাস ধরে উত্ত্যক্ত করে আসছিলেন আসামি হোসাইন আহমেদ। আর উত্ত্যক্তের কাজে সঙ্গ দিয়ে সহযোগিতা করছিলেন ছাত্রলীগ সভাপতি মিঠুসহ অন্যরা।
বৃহস্পতিবার ওই ছাত্রীকে স্কুল থেকে ফেরার পথে কুপ্রস্তাব দেন আসামিরা। ছাত্রীটি প্রতিবাদ করলে তাকে প্রকাশ্যে শারীরিক হেনস্তাও করা হয়। ছাত্রীটির বাবা বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় আসামিদের বিরুদ্ধে একটি এজাহার দেন। পুলিশ মামলা রেকর্ডের পর পরই আসামিদের গ্রেপ্তার করে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ জানান, আসামিদের শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে আদালতে চালান করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি