সিলেট ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০
স্পোর্টস ডেস্ক :::
হঠাৎ নতুন জার্সি দেখা গেল অস্ট্রেলিয়া দলে। দলটির পেসার মিচেল স্টার্ক সেই জার্সি পরে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ছবি আপলোড করেছেন সামাজিকমাধ্যমে।
নেটদুনিয়ায় ইতিমধ্যে তা ছড়িয়ে পড়েছে। ক্রিকেটপ্রেমীদের কৌতূহল– কোন দলের হয়ে খেলতে যাচ্ছেন অস্ট্রেলীয় এ গতি তারকা।
জানা গেছে, ভারতের বিপক্ষে নভেম্বরের শেষ দিকে শুরু হতে যাওয়া সিরিজে এ জার্সি গায়ে চড়াবেন অসিরা।
হঠাৎ এই জার্সি পরিবর্তনের কারণ হিসেবে জানা গেছে, নিজেদের স্বকীয়তা ও আদিবাসীদের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে মূলত এই বিশেষ জার্সি পরবেন অসি ক্রিকেটাররা।
এর পেছনে রয়েছে ১৫০ বছর আগের এক ইতিহাস। ১৮৬৮ সালে প্রথমবারের মতো যুক্তরাজ্য সফরে গিয়েছিল টিম অস্ট্রেলিয়া। সেই দলে ছিলেন বেশ কয়েকজন আদিবাসী। দলটি মাত্র তিন মাসের মধ্যে ৪৭টি ম্যাচ খেলে ইংল্যান্ডের সঙ্গে। আর সেই স্মৃতি সামনে এনে সেসব আদিবাসী ক্রিকেটারদের সম্মানার্থে এ জার্সি তৈরি করা হয়েছে।
জার্সিতে থাকা আর্টওয়ার্কটি ডিজাইন করেছেন ১৮৬৮ সালের সেই সফরে থাকা অন্যতম সদস্য গ্রনগারঙের বংশধর ফিওনা ক্লার্ক।
ফিওনা ক্লার্ক জানান, বিশেষ এ জার্সিতে থাকা আর্টওয়ার্কটি আদিবাসী ক্রিকেটারদের অতীত, বর্তমান ও ভবিষ্যতের বর্ণনা দেয়।
চলতি মাসের ২৭ নভেম্বর ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়া-ভারত দ্বৈরথ। এর পর আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। আর সেই সিরিজে এ বিশেষ জার্সি পরে মাঠে নামবে টিম অস্ট্রেলিয়া।
তথ্যসূত্র: ডিএনএ
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি