স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে বিজয় দিবসে সবাইকে শুভেচ্ছা

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে বিজয় দিবসে সবাইকে শুভেচ্ছা

মস্তাক আহমেদ পলাশ

“স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বাঙালি জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাইলফলক।সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। ১৬ ডিসেম্বর বিজয় দিবস প্রতি বছরে একবার আসলোও বাঙালির জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। প্রতি বছরের ন্যায় এ বছরও আবারো চলে এলো বাংলাদেশের গৌরবোজ্জ্বল একটি দিন ‘মহান বিজয় দিবস’। হাটি হাটি পা পা করে আমাদের সোনার বাংলাদেশ ( ২০২0 সালে) ৫০ বছর পূর্ণ করেছে। বিশ্ব মানচিত্রে নিজেদের উপস্থিতিকে মেলে ধরেছে খুবি সুন্দর ভাবে।

বাঙালি জাতির শ্রেষ্ঠতম আত্মদানে অর্জিত শ্রেষ্ঠতম গৌরবের বিজয় দিবস আজ। ১৯৭১ সালের ২৬ মার্চ যে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের রক্তাক্ত অভ্যুদয় ঘটেছিল, সে বছরেরই ১৬ ডিসেম্বর সেই রাষ্ট্র শত্রুকে পরাজিত করে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে। স্বাধীনতার সেই লড়াইয়ে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নিয়েছিলেন, তাঁদের সবার প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। শহীদদের উদ্দেশে বলি: আমরা তোমাদের ভুলিনি, ভুলব না।
গত বিজয় দিবসের প্রত্যয় ছিল যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করা। গত বিজয় দিবসের প্রাক্কালে আদালতের রায়ে একজন যুদ্ধাপরাধীর শাস্তি নিশ্চিত করার ঘটনা তাই অর্থবহ।
সাড়ে সাত কোটি মানুষের অসীম ত্যাগ আর সাহসিকতার ফসল ছিল মুক্তিযুদ্ধের বিজয়। রাজনৈতিক নেতৃত্বের অকুতোভয় সংগ্রাম, রাজনৈতিক নির্দেশনায় সামরিক নেতৃত্বের বুদ্ধিদীপ্ত ও অবিচল লড়াই, বুদ্ধিজীবী-লেখক-শিল্পীদের আত্মত্যাগ ছাড়া এই বিজয় সম্ভব হতো না। এসবের সঙ্গে যুক্ত হয়েছিল ভারত ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের জোরালো সহযোগিতা এবং পৃথিবীর বিভিন্ন দেশের অনেক রাজনীতিক, সাংবাদিক, মানবাধিকারকর্মী, শিল্পী, কবি ও সাহিত্যিকের নৈতিক সমর্থন। আমরা তাঁদের অবদানও কৃতজ্ঞচিত্তে স্মরণ করি।
স্বাধীন স্বদেশকে নিয়ে আমাদের স্বপ্ন ছিল অনেক। শহীদদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। আশাব্যঞ্জক বিষয়, জনসাধারণের গণতান্ত্রিক চেতনা বেড়েছে। শাসনব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহি, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হচ্ছে।
বর্তমান সরকার বাংলাদেশের সাধারণ মানুষের আশার আলো বাঁচিয়ে রেখে কাজ করছে। বিজয় দিবসে সবার সু-স্বাস্থ্য দির্ঘাায়ু কামনা করি।
লেখক : মস্তাক আহমেদ পলাশ ,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং দৈনিক সিলেটের দিনকাল প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল