২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০
স্পোর্টস ডেস্ক :
গত আগস্ট মাসটা মোটেই ভালো কাটেনি মেসির। বার্সা ছাড়ার সিদ্ধান্তে অটল থেকেও চুক্তির প্যাঁচে পড়ে হেরে যান মেসি।
লা লিগার শিরোপা হাতছাড়া হওয়া ও চ্যাম্পিয়নস লিগে ভরাডুবির পর মেসির বার্সা ছাড়ার সিদ্ধান্তের খবরেই মেতেছিল বিশ্ব।
তবে সেপ্টেম্বরে এসে হঠাৎই সুসংবাদ পেলেন মেসি। তা হলো- জাতীয় দলের খেলা শুরু হলে প্রথম ম্যাচ থেকেই মাঠে নামতে পারবেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রধান ক্লাউদিও তাপিয়া।
তিনি বলেছেন, চলতি বছরের বিশ্বকাপ বাছাইপর্বের ইকুয়েডর এবং বলিভিয়ার বিপক্ষে খেলতে কোনো বাধা নেই মেসির।
এমন সুসংবাদে নীল-সাদা জার্সির দেশের অধিবাসীরা বেশ খুশিই হবে।
উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লালকার্ড দেখেছিলেন মেসি। যে কারণে জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচে নামতে বাধা ছিল তার।
সেই সময় চিলির বিপক্ষে হওয়া সেই ম্যাচের পর কোপা আমেরিকা আয়োজকদের বিরুদ্ধে বিস্ফোরক সব মন্তব্য করেন মেসি।
যা ছিল খেলোয়াড়ি নীতিমালা বহির্ভূত। যে কারণে শাস্তি হিসেবে মেসিকে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছিল দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন (কনমেবল)।
আর সেই নিষেধাজ্ঞা কাটিয়ে গত নভেম্বরে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেন মেসি। এর পরও সমস্যা থেকেই যায়। লালকার্ড দেখার কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েন মেসি।
যে কারণে চলতি বছরের বিশ্বকাপ বাছাইপর্বের একটি ম্যাচ মাঠের বাইরেই থাকতে হতো মেসিকে। অর্থাৎ নিষেধাজ্ঞার কারণে আগামী মাসে ইকুয়েডরের বিপক্ষের ম্যাচটি মেসিকে ছাড়াই খেলতে হতো আর্জেন্টিনার।
তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রধান ক্লাউদিও তাপিয়া নিশ্চিত করেছেন, মেসির ওপর থাকা লালকার্ডের নিষেধাজ্ঞা উঠে গেছে। বিশ্বকাপ বাছাইয়ের কোনো ম্যাচ মিস করতে হবে না তাকে।
তথ্যসূত্র: গোল ডট কম
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D