সিলেট ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০
স্পোর্টস ডেস্ক
বিসিবি প্রেসিডেন্টস কাপে ফাইনালে মুখোমুখি হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত দল।
গত ১১ অক্টোবর এই দুই দলের লড়াই দিয়েই শুরু হয়েছিল টুর্নামেন্ট।
বৃহস্পতিবার সকালের খবর ছিল, শুক্রবার (২৩ অক্টোবর) নির্ধারিত সময় থেকে আধাঘণ্টা পিছিয়ে শুরু হবে এই ফাইনাল ম্যাচ। জুমার নামাজের কারণে ম্যাচ পেছানো হয়েছে বলে জানানো হয়। ফাইনালের জন্য দুই দল সেভাবেই নিজেদের প্রস্তুত করছিল।
তবে বিকালে জানা গেল, শুক্রবার বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালের বল মাঠে গড়াচ্ছে না । একে আরও ২ দিন পিছিয়ে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল (শুক্রবার) বিসিবি প্রেসিডেন্টস কাপ ফাইনাল হবে না। নতুন সূচি নির্ধারিত হয়েছে। দুই দিন পিছিয়ে আগামী ২৫ অক্টোবর রোববার ফাইনালটি মাঠে গড়াবে। সেদিন আধঘণ্টা পিছিয়ে নয়, এর আগে অনুষ্ঠিত অন্য সব ম্যাচের মতোই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে ম্যাচটি দুই দিন পিছিয়ে গেছে বলে জানিয়েছে বিসিবি।
এছাাড়া ফাইনালকে ঘিরে সুখবর রয়েছে দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য।
সেটা হলো – রিয়াদ বাহিনী আর শান্ত একাদশের ফাইনালটি সরাসরি দেখানো হবে টেলিভিশনে। বাংলাদেশ টেলিভিশন প্রেসিডেন্টস কাপের ফাইনাল সরাসরি সম্প্রচার করবে। ক্রিকেটপ্রেমীরা ঘরে বসেই খেলাটি সরাসরি দেখতে পাবেন। এতোদিন ধরে এই কাপের সব খেলা দেখা যাচ্ছিল ফেসবুকে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। যা অনেকের কাছে সহজলভ্য ছিল না।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি