হবিগঞ্জে এক রাতে পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত ৯ আসামি গ্রেফতার

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯

হবিগঞ্জে এক রাতে পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত ৯ আসামি গ্রেফতার

হবিগঞ্জের বানিয়াচংয়ে এক রাতে পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- মো. সিরাজ আলী, মো. শহীদ মিয়া, মো. হারুন মিয়া, মো. মিলন মিয়া, জিয়াউর রহমান, তারেক মিয়া।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্ত জানান, গ্রেফতাদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত। বাকিরা সংঘর্ষ, যৌতুকসহ বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আসামি। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। দুপুরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

হবিগঞ্জ প্রতিনিধি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল