হবিগঞ্জে খুুটির সাথে ধাক্কায় প্রাইভেটকারে আগুন

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯

হবিগঞ্জে খুুটির সাথে ধাক্কায় প্রাইভেটকারে আগুন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উত্তরবাজারে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে প্রাইভেটকারে আগুন ধরে যায়।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে এঘটনাটি ঘটে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় সূত্রে জানা যায়- প্রাইভটকারটি চুনারুঘাট শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে উত্তরবাজার এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লাগে।

সঙ্গে সঙ্গে কারের ইঞ্জিন থেকে আগুন ধরে যায়। এসময় একজন মহিলা ও একজন পুরুষ গাড়ী থেকে বের হতে দেখেন স্থানীয়রা। মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গাড়িতে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ততক্ষনে প্রাইভেটকারটি পুড়ে যায়। চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান- প্রাইভেটকারের মালিক এখনো সনাক্ত হয়নি, তবে কারটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল