১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি
ষষ্ঠ ধাপে সিলেট বিভাগের ২৫টি ইউনিয়নে সোমবার (৩১ জানুয়ারি) শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এ ধাপে হবিগঞ্জের বাহুবল উপজেলার ৬টি ইউনিয়ন ও শায়েস্তাগঞ্জ ইউনিয়নে মোট ১৯ জন প্রার্থী তাদের জামানত হারাতে চলেছেন। মোট কাস্টিং ভোটের আট ভাগের একভাগ না পাওয়ায় প্রার্থীরা তাদের জামানত হারাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম।
যারা জানামত হারাচ্ছেন তারা হলেন, পুটিজুরি ইউনিয়নে মঈন উদ্দিন আরিফ চশমা প্রতীকে (১৯৯) ভোট, শাহ ফয়জুল কবির আনারস প্রতীকে (২৪১) ভোট, সাতকাপন ইউনিয়নে মো. ছায়েদ আহম্মদ দেয়াল ঘড়ি প্রতীকে (২৬৪) ভোট, আজিজুর রহমান তালুকদার মোটর সাইকেল প্রতীকে (১৮৪) ভোট, মো. ফজলুল হক ঘোড়া প্রতীকে (১৪০৮) ভোট, বাহুবল সদর ইউনিয়নে জাহাঙ্গীর আলম চৌধুরী লাঙ্গল প্রতীকে (১০২৩) ভোট, লামাতাসি ইউনিয়নে মো. আব্দুল কাইয়ুম চেয়ার প্রতীকে (৬৮) ভোট, মিরপুর ইউনিয়নে আব্দুল আওয়াল মোটর সাইকেল প্রতীকে (১৩৭৬) ভোট, ডা. মো. রমিজ আলী লাঙ্গল প্রতীকে (৩৩৪) ভোট, মো. নূরুল হক আসকির আনারস প্রতীকে (১১১) ভোট, আব্দুল মোতালিব ঘোড়া প্রতীকে (১২৩) ভোট, মো. শামীম মিয়া টেলিফোন প্রতীকে (২৪২) ভোট, হেলাল মিয়া অটোরিক্সা প্রতীকে (৭১৮) ভোট, ভাদেশ্বর ইউনিয়নে তাজুল ইসলাম চৌধুরী আনারস প্রতীকে (৮৯৫) ভোট, মো. মাখন মিয়া মোটর সাইকে প্রতীকে (৩৪৬) ভোট ও মো. শাহাব উদ্দিন হাতপাখা প্রতীকে পেয়েছেন (২১৬) ভোট।
এছাড়াও শায়েস্তাগঞ্জ উপজেলার ৮নং শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিন চেয়ারম্যান প্রার্থী জামানত হারাচ্ছেন। তারা হলেন, আমিন আহমেদ খান রাজিব (ঘোড়া প্রতীক ৪২১ ভোট), মোছাঃ আছমা আক্তার লাকী (চশমা প্রতীক ৫৯ ভোট) ও মো. মখলিস মিয়া (লাঙ্গল প্রতীকে ১৫০ ভোট)।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D