হবিগঞ্জে ট্রাক-মিনি বাস সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০১৯

হবিগঞ্জে ট্রাক-মিনি বাস সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক শিশুসহ ৪ জন আহত হয়েছেন। ঘটনার পর থেকে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আন্দিউড়া এলাকার হোটেল হাইওয়ে ইন’র সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে এখনও নিহতদের নাম পরিচয় জানা যায়নি। আহত শিশুসহ আহত চারজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, ঢাকাগামী একটি ভাঙারি মালবাহী ট্রাকের সাথে মাধবপুর থেকে হবিগঞ্জগামী মেক্সিও (মিনি বাসের) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মেক্সির চালক এবং ট্রাকের হেলপার নিহত হন। এ ঘটনায় আহত হন শিশুসহ চার মেক্সিযাত্রী। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ এবং আহতদের উদ্ধার করে। এদিকে দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।

হবিগঞ্জ প্রতিনিধি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল